• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৩ অপরাহ্ন

কয়েক কিলোমিটার জায়গাজুড়ে চট্টগ্রামে বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছেন

স্বাধীন ভোর ডেস্ক / ২৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় শনিবার, ৩ আগস্ট, ২০২৪

মোঃহাসানুর জামান বাবু,চট্টগ্রাম
কোটা সংস্কার বিরোধী আন্দোলনের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ ০৩রা আগস্ট শনিবার দুপুর ১.৩০ মিঃ দিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্র-ছাত্রী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এলাকা নিউমার্কেটে জমায়েত শুরু হয়।বিকালে পাচঁটার দিকে এই জমায়েত কয়েক কিলোমিটার জায়গাজুড়ে ছড়িয়ে পড়ে চট্টগ্রামে বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছেন। চট্টগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা নিউমার্কেট দখলে নিয়েছে আন্দোলনকারীরা। কোতোয়ালী থানা, কদমতলী মোড় থেকে নিউমার্কেট সড়ক ও কাজির দেউড়ি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার জায়গাজুড়ে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন। শনিবার দুপুর থেকে কোতোয়ালী থানার নিউমার্কেট মোড় দখলে নিয়ে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সেখানে হাজার হাজার আন্দোলনকারী অংশ নিয়েছেন। শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক নেতা–কর্মীরা।মাহমুদ নামের  আন্দোলনের এক সমন্বয়ক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান আমরা মানি না। শত শত নিরীহ শিশু-ছাত্রকে গুলি করে হত্যা করে কীসের সংলাপ। এই সরকারকে পদত্যাগ করতে হবে।’চট্টগ্রাম বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আন্দোলনকারীরা বলেন, ‘এই সরকারের নাটক আমরা বিশ্বাস করি না। প্রতিদিন আওয়ামী লীগকে লেলিয়ে দিয়ে নির্বিচারে গুলি করছে। কুমিল্লায় আমাদের ভাইদের গুলি করেছে। তাদের এই রক্ত আমরা বৃথা যেতে দিব না।’এদিকে নগরে জিইসি মোড়ে মিছিল করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ