• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৫ অপরাহ্ন

কোটা আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১০

স্বাধীন ভোর ডেস্ক / ৫২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় শনিবার, ৩ আগস্ট, ২০২৪
oplus_1024

মাহমুদুল হাসান মুক্তা ,জামালপুর 
হত্যাকাণ্ড, গণগ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নিপীড়নবিরোধী বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণ ও ১০ জন শিক্ষার্থীসহ পথচারী আহত হওয়ার ঘটনা ঘটে। এর আগে সকাল ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শহরের বাইপাস মোড়ে জমায়েত হয়। পরে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জামালপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল হয়ে শেখ হাসিনা রোড হয়ে আজম চত্বরে গিয়ে অবস্থান নেন। আন্দোলনকারীদের ঘিরে পুলিশ, বিজিবি, র্যাবের কড়া নিরাপত্তা জোরদার ছিল।পরে দুপুর দেড়টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা আবারও বিক্ষোভ মিছিল বের করে। আন্দোলনকারীরা সরকারী আশেক মাহমুদ কলেজ হয়ে বকুলতলার দিকে যেতে চাইলে পুলিশ হাইস্কুল মোড়ে তাদের বাঁধা দেয়। অপরদিক থেকে বকুলতলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বের হয়ে হাইস্কুল মোড়ে আসলে আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় পুলিশ গুলিবর্ষণ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। এতে ১০ জন আহত হয়। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সোহেল রানা খান জানান, শিক্ষার্থীদের আমরা শান্তিপূর্ণ আন্দোলন করার কথা বললেও তারা আমাদের কথা শুনেনি। পরে পুলিশের ভেরিগেড ভেঙে আন্দোলনকারীরা মিছিল বের করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ