• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৬ অপরাহ্ন

ব্রাহ্মণপাড়ায় ৩০০ বোতল এস্কাফসহ তরুণ গ্রেপ্তার

স্বাধীন ভোর ডেস্ক / ৪৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় শনিবার, ৩ আগস্ট, ২০২৪

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকসহ গ্রেপ্তার হওয়া মো. রাকিবুল ইসলাম রাকিব।  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৩০০ বোতল এস্কাফ, ৫০ বোতল ফেনসিডিলসহ মো. রাকিবুল ইসলাম রাকিব (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী রামচন্দ্রপুর (বাল্লক) এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার মো. রাকিবুল ইসলাম রাকিব রামচন্দ্রপুর (বাল্লক) গ্রামের আবু তাহেরের ছেলে। তাঁকে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতিক উল্লাহ। থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ওসি আতিক উল্লাহর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার পুলিশ এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) মো. শাহাবুর আলম। ওসি আতিক উল্লাহ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি রাকিবুল ইসলাম রাকিবের বসতঘরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাঁর খাটের নিচ থেকে ৩০০ বোতল এস্কাফ ও ৫০ বোতল ফেনসিডিল সিরাপ উদ্ধার করা হয়।’ ওসি আতিক উল্লাহ আরও বলেন, গ্রেপ্তার রাকিবুলের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে থানায় আগেও মাদক ও মারামারিসহ তিনটি মামলা রয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ