• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৪ অপরাহ্ন

চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৪ উদযাপন উপলক্ষ্যে আলোচনা ও পুরুষ্কার বিতরন সভা

স্বাধীন ভোর ডেস্ক / ৪৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বুধবার, ৩১ জুলাই, ২০২৪

 চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা চৌদ্দগ্রামে বুধবার (৩১শে জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য অফিসের উদ্যেগে জাতীয় মৎস্য-২০২৪ উদযাপন উপলক্ষ্যে আলোচনা ও পুরুষ্কার বিতরন সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রহমত উল্লাহ বাবুল। বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা আক্তার ববি। এতে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ্। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মির হোসেন এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ গোলাম কিবরিয়া টিপু, উপজেলা মু্িক্তযোদ্ধা কাউন্সিলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ সেফাউল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা জোবায়ের আহাম্মেদ, উপজেলা সমবায় অফিসার ভূইঞা মোহাম্মদ শাহীনুর ইসলাম, উপজেলা মৎস্য খামার ব্যবস্থাপক তাজুল ইসলাম, মৎস্য চাষী আব্দুল করিম, জহিরুল কাইয়ুম নিজাম প্রমুখ। আলোচনা সভার পূর্বে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ্ নেতৃত্বে একটি বর্নাঢ্য র‌্যালী উপজেলার বিভিন্ন স্থান প্রদক্ষিন করেন। আলোচনা সভার শেষে অতিথি বৃন্দ মৎস্য চাষীদের মধ্যে ক্রেশ ও সার্টিফিকেট বিতরন করেন এবং উপজেলা চত্তরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ