• শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ন

ইবি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ কর্তৃপক্ষের

স্বাধীন ভোর ডেস্ক / ৫২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বুধবার, ১৭ জুলাই, ২০২৪

ইবি প্রতিনিধি

চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির কারণে ইসলামী বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দুপুর ১টার মধ্যে ৫টি আবাসিক হলের ছাত্রদের ও ৩টি আবাসিক হলের ছাত্রীদের ১৮ জুলাই সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।বুধবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ২৬৪তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।প্রজ্ঞাপন সূত্রে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের দুপুর ১টার মধ্যে ছাত্রদের ও ১৮ জুলাই সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ছাড়তে হবে।এর আগে গতকাল কোটা আন্দোলনকারীদের বিভিন্নভাবে হুমকির অভিযোগ উঠে শাখা ছাত্রলীগের উপর। এতে রাত থেকেই হলে অবস্থানরত শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক বিরাজ করে। হল ছাড়ার নির্দেশের পূর্বেই হল ছাড়তে দেখা যায় শিক্ষার্থীদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ