• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৯ অপরাহ্ন

জামালপুরে ছাত্রলীগের সমাবেশে মারামারি, আহত-৪, আটক-১

স্বাধীন ভোর ডেস্ক / ১২২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
???????

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর
জামালপুর রেলওয়ে স্টেশন চত্বরে পৌর শাখা ছাত্রলীগ আয়োজিত ছাত্রসমাবেশে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে পুলিশ তানজিদ ইসলামকে আটক করে নিয়ে যায়। আহত ব্যক্তিরা হলেন- জামালপুর পৌর ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক আল শাহরিয়ার নিরব, যুগ্মসাধারণ সম্পাদক মিনহাজুল আহমেদ তিলক, রাফিদুল ইসলাম তানিম ও সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তন্ময়। এদের মধ্যে পৌর ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক আল শাহরিয়ার নিরব গুরুতর আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা যায়, মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে জামালপুর রেলওয়ে স্টেশন চত্বরে শহর ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রসমাবেশ করছিল। হঠাৎ তাদের মধ্যে মারামারি লেগে যায়। একপর্যায়ে ছাত্রলীগনেতা তানজিদ ইসলাম ধারালো অস্ত্র দিয়ে ছাত্রলীগনেতা আল শাহরিয়ার নিরবের পেটে আঘাত করলে নিরব গুরুতর আহত হয়। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ ছাত্রলীগনেতা তানজিদকে আটক করেছে। জামালপুর পৌর ছাত্রলীগের সভাপতি ফাহিম মোস্তাফিজ এলিট জানান, জামালপুর শহরে শান্তি বিরাজের লক্ষ্যে জেলা ছাত্রলীগের তত্ত্বাবধানে ও সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের সহযোগিতায় সকাল ১১টার দিকে রেলওয়ে স্টেশন চত্বরে আমরা ছাত্র সমাবেশ করছিলাম। এসময় হঠাৎ করে স্থানীয় আওয়ামী লীগনেতা মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে আমাদের সমাবেশে হামলা চালায়। এসময় তানজিদ ইসলাম ছাত্রলীগের নেতাকর্মীদের উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে আমাদের ছাত্রলীগনেতা নিরবসহ কয়েকজন আহত হয়। এদের মধ্যে নিরবকে গুরুতর আহত অবস্থায় জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, আমাদের এই প্রোগ্রামটা বানচাল করার জন্যই তারা ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে হামলা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীনের কথাও জানান তিনি। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি জানান, সকাল ১১টার দিকে রেলওয়ে স্টেশন চত্বরে আমাদের ছাত্র সমাবেশ চলছিল। হঠাৎ করেই তানিজদ ইসলাম ও নিরবের মধ্যে বাকবিতন্ডা লেগে যায়। একপর্যায়ে তানজিদ তার পরিবারের লোকজন ডেকে নিয়ে এসে আমাদের জেলা ও শহর ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলা চালায়। হামলায় পৌর ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক আল শাহরিয়ার নিরব গুরুতর আহত হয়। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে। হামলাকারীদের গ্রেফতারের বিষয়ে পুলিশকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। তানজিদ ইসলাম ছাত্রলীগের কেউ না বলেও দাবি করেন তিনি।হামলা প্রসঙ্গে আওয়ামী লীগেনতা মোয়াজ্জেম হোসেন জানান, শহর ছাত্রলীগের নেতাকর্মীরা রেলওয়ে স্টেশনে ছাত্রসমাবেশ করছিল। সেখানে আমার ভাগ্নে জেলা ছাত্রলীগের সদস্য তানজিদ ইসলামও ছিল। হঠাৎ তানজিদকে মারধর করা হচ্ছে এমন খবর পেয়ে আমি বাসা থেকে দৌড়ে যাই। তবে কোন প্রকার হামলার ঘটনার সাথে আমি ছিলাম না।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, রেলস্টেশন চত্বরে ছাত্রসমাবেশে হামলার ঘটনা শুনেছি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত আমাদের কাছে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ