• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৫ পূর্বাহ্ন

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সভায় ঢুকতে না দেয়ায় ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের প্রতিবাদ

স্বাধীন ভোর ডেস্ক / ৩৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় রবিবার, ১৪ জুলাই, ২০২৪

বেলাল হোসেন, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর শিশুশ্রম নিরসন বিষয়ক মতবিনিময় সভায় সাংবাদিকদের আসন না দেয়া ও ঢুকতে না দেয়ার প্রতিবাদ জানান জেলার সাংবাদকর্মীরা। অনুষ্ঠান বয়কট করে রোববার দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘন্টাব্যাপি কর্মবিরতি পালন করে সাংবাদিকরা। এসময় ঠাকুরগাঁওয়ে কর্মরত সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান বকুল বলেন, ভিতরে সাংবাদিকদের কোন আসন রাখা হয়নি এবং প্রবেশ করতে দেয়া হয়নি। এটি খুব অপমানজনক। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সভা বয়কট করে সভাকক্ষ ছেড়েছে জেলার সমস্ত সাংবাদিকরা। প্রেসক্লাবের সহসম্পাদক তানভীর হাসান তানু বলেন, আমাদেরকে জেলা প্রশাসকের কার্যালয়ের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী অনুষ্ঠানে প্রেসক্লাবকে আমন্ত্রণ জানানো হলেও সভাপতির কোন আসন বিন্যাস করা হয়নি। এটি পরিকল্পিত অপমান। তাই ামরা এর প্রতিবাদ জানাই। এ সময় ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার বলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের একটি অনুষ্ঠানের সকল সাংবাদিকদের দাওয়াত দেওয়া হয়। দাওয়াত দেওয়ার পরও তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং তাদেরকে বসার কোন জায়গা রাখেনি এরই প্রতিবাদে আমরা জেলা প্রশাসনের কার্যালয়ের নিচে অবস্থান কর্মসূচি পালন করেছি। একই অভিযোগ স্থানীয় আওয়ামীলীগের সহ-সভাপতি মাবাবুবুর রহমান খোকনের। তিনি বলেন আমাকে পদবি উল্লেখ করে আমন্ত্রণ জানানো হলেও কোন আসন রাখা হয়নি। তাই আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি। এ বিষয়ে জেলা প্রশাসক মাহবুবুর রহমানের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বিষয়টিকে এড়িয়ে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ