• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৬ পূর্বাহ্ন

কুবি শিক্ষার্থীদের রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ

স্বাধীন ভোর ডেস্ক / ৪০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় রবিবার, ১৪ জুলাই, ২০২৪

কুবি প্রতিনিধি

কোটা বৈষম্য নিরসনে একদফা দাবিসহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘ব্লকেড কর্মসূচি’তে হামলার প্রতিবাদ এবং বিচারের দাবিতে গণ-পদযাত্রা শেষে রাষ্ট্রপতি বরাবর লিখিত কুমিল্লা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ ভিক্টোরিয়া সরকারি কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কলেজের কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা। রবিবার (১৪ জুলাই) সকাল ১১টায় কুমিল্লা জেলা শহরের পুলিশ লাইনে সকল শিক্ষার্থীরা জমায়েত হয়ে স্লোগানের মাধ্যমে গণ পদযাত্রা শেষে দুপুর ১টার দিকে দাবিতে রাষ্ট্রপতি বরাবর লিখিত স্মারকলিপি কুমিল্লা জেলা প্রশাসক (অতিরিক্ত) পঙ্কজ বড়ুয়া এর কাছে প্রদান করেন। এ সময় বৈষম্যমূলক কোটা পদ্ধতি সংস্কার, দ্রুত সংসদে আইন পাস ও মামলা প্রত্যাহারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।এ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থানকালে শিক্ষার্থীরা ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘আমার সোনার বাংলায়, বৈষ্যমের ঠাই নাই’, ‘লেগেছেরে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘সারা বাংলা খবর দে, কোটা প্রথার কবর দে’ ইত্যাদি বলে স্লোগান দেন। এছাড়াও শিক্ষার্থীদের গান ও কবিতা পাঠ করতে দেখা যায়। এই বিষয়ে লোক বিষয়ে লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী আবু রায়হান বলেন, ‘কোটাকে সংস্কারের মাধ্যমে সংবিধানে সুবিধাবঞ্চিতদের পক্ষে ন্যূনতম কোটা রেখে বাকিসকল কোটা বাতিল করে সংসদে আইন পাশের জন্য রাষ্ট্রপতি বরাবর আমরা স্মারকলিপি দিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ