• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৫ অপরাহ্ন

সিরাজগঞ্জে  মহাসড়কে নেই কোন যানজট।

স্বাধীন ভোর ডেস্ক / ৩৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় সোমবার, ২৬ জুন, ২০২৩

মোঃ লুৎফর  রহমান লিটন 
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
পরিবারের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। এজন্য মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। তবে কোথাও যানজটের খবর পাওয়া যায়নি। স্বাভাবিক গতিতেই চলছে যানবাহন। এদিকে, মহাসড়কে দূরপাল্লার বাসের পাশাপাশি বেড়েছে ব্যক্তিগত গাড়ির চলাচল। মহাসড়কে বিপুল সংখ্যক মোটরসাইকেল ও প্রাইভেটকার চলতে দেখা গেছে। সোমবার(২৬ জুন) ভোর থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও স্বাভাবিক রয়েছে সিরাজগঞ্জের ৪৫ কিলোমিটার মহাসড়ক। কোথাও কোনও ধীরগতি বা যানজট নেই। তবে ভোরের দিকে যানবাহনের চাপ অনেকটা বেশি থাকলেও এখন সেই তুলনায় কম। বঙ্গবন্ধু সেতু পশ্চিমের কড্ডার মোড় এলাকা থেকে  এক সার্জেন্ট বলেন, ‘মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে তবে কোথাও কোনও যানজট বা ধীরগতি নেই। ভোরের দিকে যানবাহনের চাপ একটু বেশি ছিল। সে তুলনায় এখন কম। এ ছাড়াও কোনও পরিবহন যেন এলোমেলোভাবে ঢুকে যানজটের সৃষ্টি না করতে পারে সেদিকে খেয়াল রাখা হচ্ছে।’ হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এসএএম বদরুল কবীর বলেন, হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের সহকারী পুলিশ সুপার হরেশ্বর রায় স্যারের নির্দেশনায় গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে মাইকিং করে হাইওয়ে থানা পুলিশ দিবা-রাত্রি কাজ করে যাচ্ছে। ভোর থেকে মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে। তবে কোথাও কোনও ধীরগতি বা যানজটের মতো অবস্থা তৈরি হয়নি। এ ছাড়াও যেকোনও পরিস্থিতি মোকাবিলায় আমরা তৎপর রয়েছি। এসপি স্যার নিজেও আমাদের সঙ্গে মহাসড়কে উপস্থিত থেকে যান চলাচল পর্যবেক্ষণ করছেন।’ সিরাজগঞ্জের ট্রাফিক পরিদর্শক (টিআই) মনিরুল ইসলাম বলেন,মহাসড়কে যানবাহন বাড়ছে। ভোরের দিক থেকে সেটি আরও বেড়েছে। তবে মহাসড়কে চাপ থাকলেও কোনও যানজট বা ধীরগতি নেই। আশা করছি, উত্তরবঙ্গের ঘরে ফেরা মানুষের এবারের ঈদযাত্রা অনেকটাই নির্বিঘ্ন হবে। এ ছাড়াও যানবাহন ও ঘরে ফেরা মানুষের ভোগান্তি কমা ও সার্বিক নিরাপত্তায় আমরা সর্বোচ্চ সচেষ্ট রয়েছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ