• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন

গণ পদযাত্রা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাকৃবির শিক্ষার্থীরা

স্বাধীন ভোর ডেস্ক / ৩৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় রবিবার, ১৪ জুলাই, ২০২৪

বাকৃবি সংবাদদাতা
চলমান কোটা সংস্কারের দাবিতে গণ পদযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ থেকে ওই পদযাত্রা শুরু হয়। এসময় শিক্ষার্থীরা বাকৃবির ১৩টি হলসহ কে.আর মার্কেট ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। আন্দোলনরত শিক্ষার্থীদের উল্লেখযোগ্য স্লোগানের মধ্যে ছিলো “আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই।” আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমাদের সারা বাংলার ছাত্রছাত্রীবৃন্দদের যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনের এক দফা এক দাবিকে অনেকেই ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করতেছে। তারই পরিপ্রেক্ষিতে আজকে সারাদেশের সকল বিশবিদ্যালয় ও কলেজে গণ-পদযাত্রা কর্মসূচি পালন করা হয়েছে। এছাড়া ঢাকায় মহামান্য রাষ্ট্রপতি বরাবর ও অন্যন্য জেলায় জেলা প্রশাসক বরাবর স্নারকলিপি প্রধান করা আজকের কর্মসূচির অংশ। গণ পদযাত্রা শেষে দুপুর ৩টার সময় আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ময়মনসিংহের জেলা প্রশাসকের কার্যালয়ে যান এবং আন্দোলনরত শিক্ষার্থীদের স্বাক্ষরসহ একটি স্মারক লিপি মহামান্য রাষ্ট্রপতি বরাবর প্রেরণের জন্য ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর নিকট জমা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ