• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৪ অপরাহ্ন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে কাজ করে যাচ্ছেন পুলিশ।

স্বাধীন ভোর ডেস্ক / ৯৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় রবিবার, ২৫ জুন, ২০২৩

 ময়মনসিংহ আঞ্চলিক প্রতিনিধি
ঈদকে সামনে রেখে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানচলাচল নির্বিঘ্ন রাখতে কারও সাথে কোন প্রকার আপোষ চলবে না বলে সাফ জানিয়েছেন ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভূঞা। রবিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার অংশ পরিদর্শণ কালে স্থানীয় গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা জানান তিনি। এসময় ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন, ভালুকা ট্রাফিক পুলিশ জোনের পুলিশ পরিদর্শক (টি আই) মোহাম্মদ সোহেল রহমানকে বিভিন্ন ধরণের নির্দেশনা প্রদান করেন। জেলা পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভঞা, বলেন যানজট নিরসনের জন্য সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ইতোমধ্যে বেশ কিছু স্থানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ঈদকে সামনে রেখে সড়কে কোন প্রকার চাদাবাজি করা যাবেনা। যে কেউই চাদাবাজি বা প্রতিবন্ধকতা শৃষ্টি করবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ময়মনসিংহ পুলিশ সুপার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ