• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৩ অপরাহ্ন

টিকটক করতে গিয়ে নিখোঁজ আপন

স্বাধীন ভোর ডেস্ক / ৩৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় রবিবার, ২৫ জুন, ২০২৩

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর

জামালপুরের দেওয়ানগঞ্জে বাহাদুরাবাদ ঘাটে টিকটক করতে নদীতে পরে আপন (১৬) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। শনিবার উপজেলার বাহাদুরাবাদ ঘাটের ফুটানি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আপন পৌর শহরের চিকাজানী এলাকার মহিউদ্দিন হিরুর ছেলে ও জামালপুর জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয়রা জানান , শনিবার বিকেলে চিকাজানী এলাকার মেজবাহ-উল-হক বাবুর ছেলে আলিফ, মহিউদ্দিন হিরুর ছেলে আপন ও শেরপুরের জাহাঙ্গীর আলমের ছেলে শুভ্র এক সাথে বাহাদুরাবাদ ঘাট দেখতে যায়। এ সময়, ঘাটে নোঙর করা যাত্রীবাহী লঞ্চে উঠে ওই তিনজন। এক পর্যায়ে তারা লঞ্চের কিনারায় গিয়ে টিকটক ও সেলফি তুলতে থাকে। এসময় আপন হাত ফঁসকে নদীতে পড়ে যায়। পরে স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখোঁজি করে আপনকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। সন্ধ্যায় ফায়ার সার্ভিসে ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। শেষ খবর পাওয়া পর্যন্ত আপনকে খুঁজে পাওয়া যায়নি। এদিকে আপনের বাবা মহিউদ্দিন হিরু জানান, আপন জামালপুর জিলা স্কুলের এসএসসি পরিক্ষার্থী। ঈদ উপলক্ষে বাড়িতে এসে আপন দুই বন্ধুর সাথে বাহাদুরাবাদ ঘাট দেখতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়। দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর জানান, খবর পেয়ে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ ও নৌ পুলিশ ঘটনাস্থলে যায় । ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ শিক্ষার্থীর উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ