• শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১০:২১ পূর্বাহ্ন

গাইবান্ধা-৩ আসনের সাবেক এমপি অধ্যক্ষ মোখলেছুর রহমানের মৃত্যুতে সকল শ্রেণির মানুষের শোক জ্ঞাপন

স্বাধীন ভোর ডেস্ক / ১৩৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় সোমবার, ৪ মার্চ, ২০২৪

মোঃ আবু জাফর মন্ডল,গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা-৩ আসনের সাবেক এমপি অধ্যক্ষ মোখলেছুর রহমানের মৃত্যুতে সকল শ্রেণির মানুষের মাঝে শোকের ছায়া পড়েছে। গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য মোখলেছুর রহমান আজ সোমবার (৪ মার্চ) সকালে আনুমানিক ৮ ঘটিকায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ ব্যাপারে স্বজনদের সাথে কথা বললে তাঁরা জানান, সকালে তিনি শহরের পশ্চিমপাড়ার বাসায় দুর্ঘটনাজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের চরের হাট নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তার কর্মময় জীবনের পরিচিতি জানতে গেলে জানা যায়, তিনি সাংবাদিকতার পাশাপাশি মোখলেছুর রহমান সাদুল্লাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছিলেন। তিনি পলাশবাড়ি-সাদুল্লাপুর আসনের এমপি ও পলাশবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। এদিকে, প্রবীণ রাজনীতিক, সাংবাদিক ও সমাজসেবী মোখলেছুর রহমানের মৃত্যুর সংবাদে শহরের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। শোকাচ্ছন্ন মানুষ তাকে এক নজর দেখতে তার পশ্চিমপাড়ার বাসায় ভিড় জমায়। সোমবার বাদ মাগরিব গোরস্থান জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে পৌর গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, আব্দুস সামাদ সরকার বাবু, দীপক কুমার পাল, অমিতাভ দাশ হিমুন, নুরুজ্জামান প্রধান, সিদ্দিক আলম দয়াল, ইদ্রিসউজ্জামান মোনা, শাহাবুল শাহীন তোতা, আসাদুজ্জামান মামুন, আব্দুল মান্নান চৌধুরী, উজ্জল চক্রবর্ত্তী, উত্তম সরকার, কুদ্দুস আলম, জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, আরিফুল ইসলাম বাবু, খুরশিদ বিন আতা খসরু, সরদার মো. শাহীদ হাসান লোটন, খায়রুল ইসলাম, এবিএম ছাত্তার, রজতকান্তি বর্মন, মোস্তাফিজুর রহমান মোস্তফা, এম আবদুস সালাম, রাসেল আহমেদ লিটন, মমতাজুল ইসলাম লিয়াকত, আফতাব হোসেন, আফরোজা লুনা, প্রবাল চৌধুরী, ফারুক হোসেন, রেজাউল হক মিতা, জান্নাতুল ফেরদৌস জুয়েল, মো. ফজলে রাব্বী মন্ডল, রিকতু প্রসাদ, সুজন প্রসাদ, শেখ হুমায়ুন হক্কানী, মো. শামসুজ্জোহা, আবু সাঈদ সুমন ও আনোয়ারা বেগমসহ আরও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ