• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৮ অপরাহ্ন

সীতাকুণ্ডে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৮০ হাজার টাকা জরিমানা, একটিকে সিলগালা

স্বাধীন ভোর ডেস্ক / ১৭৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় শনিবার, ২ মার্চ, ২০২৪

মো: রমিজ আলী
সীতাকুণ্ড প্রতিনিধি:
চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা লাইসেন্সবিহীন লাইভ সেভার ডায়াগনস্টিক সেন্টারে দীর্ঘদিন ধরে নেই কোনো টেকনিশিয়ান, সেই সাথে নেই যথাযথ প্রটেকশন। কিন্তু ডায়াগনস্টিক সেন্টারে আসা রোগীদের প্রতিদিন পরীক্ষার পর এক্স-রে রিপোর্ট দেন তারা।শুধু তাই নয়, ডায়াগনস্টিক সেন্টারে বসানো দু’জন চিকিৎসক বিশেষজ্ঞ না হলেও তাদের নামের পাশে মেডিসিন, মা ও শিশুরোগ , ডায়াবেটিস, নাক, কান, গলাসহ বিভিন্ন রোগের বিশেষজ্ঞ দেখিয়ে প্রতিনিয়ত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করছিলেন। দীর্ঘদিন ধরে রোগীদের সাথে এধরণের প্রতারণার তথ্য জানতে পেরে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে প্রতারণার সত্যতা মিলায় ডায়াগনস্টিক সেন্টাটিকে সিলগালা করে দেওয়ার পাশাপাশি মালিক উমা পালের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা ভাটিয়ারী বাজারে অবস্থিত এ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মো: আলাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ, উপজেলা পরিসংখ্যাবিদ ইমাম উদ্দিন ও সীতাকুণ্ড থানার উপপরিদর্শক ( এসআই) মফিজুল ইসলামসহ পুলিশ সদস্যরা। অভিযানকালে ভাটিয়ারী বাজারে অবস্থিত হেলথ ভিউ ডায়াগনস্টিক সেন্টারে ও অভিযান চালান ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট। এসময় ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যান সেখানে কর্মরত বলাই চন্দ্র দেবনাথ এক ভুয়া টেকনিশিয়ান। পরে ভুয়া টেকনিশিয়ান দিয়ে এক্স-রে কার্যক্রম পরিচালনা ও ডায়াগনস্টিক সেন্টারটির লাইসেন্স না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা নুর উদ্দিন রাশেদ জানায়, স্বাস্থ্য অধিদপ্তরের নিদের্শনা অনুযায়ী সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ভাটিয়ারী বাজারে দুটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। অভিযানকালে টেকনিশিয়ান না থাকা ও লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনার দায়ে লাইফ সেভার ও হেলথ ভিউ ডায়াগনস্টিক সেন্টার মালিকের কাছ থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় লাইফ সেভার ডায়াগনস্টিক সেন্টারকে সাময়িক ভাবে সিলগালা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ