• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১১ পূর্বাহ্ন

ইবি শিক্ষার্থীকে গলাটিপে হত্যাচেষ্টার অভিযোগে তদন্ত কমিটি গঠন

স্বাধীন ভোর ডেস্ক / ৯০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

ইবি প্রতিনিধি:
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থী কর্তৃক অপর এক শিক্ষার্থীকে গলাটিপে হত্যাচেষ্টার অভিযোগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।কমিটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আনোয়ার হোসেনকে আহ্বায়ক ও একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার (শিক্ষা) মোঃ আলীবদ্দীন খানকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অপর সদস্য হলেন, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আরিফুল ইসলাম।উক্ত কমিটিকে যথাশীঘ্রসম্ভব তদন্তপূর্বক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি ক্যাম্পাস থেকে কুষ্টিয়া শহরে গমনের বিশ্ববিদ্যালয়ের দুপুর ৩ ঘটিকার ডাবল ডেকার বাসে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আবু জাহিদকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ উঠে বিশ্ববিদ্যালয়ের অপর দুইজন শিক্ষার্থীর বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রতন রায় ও রিহাব রেদোওয়ান। তারা উভয়ই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী ও সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের অনুসারী বলে ক্যাম্পাসে পরিচিত। এ ঘটনায় গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবার অভিযোগ দেন ভুক্তভোগী শিক্ষার্থী। একইদিনে অভিযুক্তরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর তাদের বিরুদ্ধে ঘটনা অতিরঞ্জিত করে অভিযোগ দেওয়া হয়েছে বলে দাবি করে অভিযোগকারী শিক্ষার্থীর বিরুদ্ধে পাল্টা হেনস্তার অভিযোগ তুলে লিখিত অভিযোগ দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ