• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ন

নোয়াখালীর বসুরহাট পৌরসভার বাজেট ঘোষনা

স্বাধীন ভোর ডেস্ক / ১৪৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :

নোয়াখালীর বসুরহাট পৌরসভা ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। বৃহস্পতিবার সকাল ১০টায় বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা তার পৌরসভা কার্যালয়ে সংবাদ সম্মেলনে ৯৮ কোটি ৪৬ লক্ষ ৩১ হাজার ৪৮৩ টাকার বাজেট ঘোষণা করেন। বাজেটে রাজস্ব আয় প্রস্তাব করা হয়েছে ৩১ কোটি ৯৯ লক্ষ টাকা, উন্নয়ন অনুদান ৫৮ কোটি ৫০ লক্ষ টাকা, মুলধন হিসাব ৬০ লক্ষ টাকা ও প্রারম্ভিক জের ধরা হয়েছে ৭ কোটি ৩৭ লক্ষ ৩১ হাজার ৪৮৩ টাকা। এছাড়াও ব্যয় খাতে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৩১ কোটি ৭৫ লক্ষ ৭০হাজার টাকা, উন্নয়ন ব্যয় ৫৮ কোটি ৫০ লক্ষ টাকা, মুলধন ব্যয় ৭০ লক্ষ টাকা ও সমাপনি জের ধরা হয়েছে ৭ কোটি ৫০ লক্ষ ৬১ হাজার ৪৮৩ টাকা। মেয়র আবদুল কাদের মির্জা বাজেটকে জনকল্যাণমূখী আখ্যায়িত করে বলেন, এ বাজেট বাস্তবায়িত হলে বসুরহাট পৌরসভা একটি অত্যাধুনিক পৌরসভা হিসেবে উন্নীত হবে। এছাড়া মান সম্মত শিক্ষা এবং মাদক মুক্ত কোম্পানীগঞ্জ গড়ার লক্ষে সভা সমাবেশ করে পৃথক পৃথক কমিটি ঘোষণা করা হয়েছে এবং যানজট নিরসনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ