• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৫ পূর্বাহ্ন

বীরগঞ্জে অন্ত মিলনের “নায়রা” শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন

স্বাধীন ভোর ডেস্ক / ১২৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুর রহিম এর কৃতি সন্তান কবি সাহিত্যক অন্ত মিলনের উদ্যোগে মুক্তিযোদ্ধা বিষয় নিয়ে তার রচিত “নায়রা” শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতে পৌরসভার ৩নং ওয়ার্ডের নিজ বাসভবনে ঘরোয়া পরিবেশে কেক কেটে “নায়রা” উপন্যাসটির আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করেন বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী। এসময় বীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মোশাররফ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বিকাশ ঘোষ, প্রচার সম্পাদক মোঃ আব্দুল জলিল, দৈনিক স্বাধীন ভোরের উপজেলা প্রতিনিধি ফেরদৌস ওয়াহিদ সবুজ, ধারা ভাষকার তৈফুল ইসলাম তপু, কবি সাহিত্যক এর বৃদ্ধা মা সহধর্মিণীসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। জীবন ও যৌবনের কবি অন্ত মিলন। কবি ভালোবাসা এবং বিপ্লবকে তাঁর নিজস্ব চেতনায় বেঁধে কবিতার এক ত্রিমাত্রিক শরীর গঠনে তাঁর সীমাবদ্ধতার কথা জানান দিচ্ছেন পাঠকমহলে অহর্নিশ। মৌলবাদ, উগ্রবাদ,পুঁজিবা,আমলাতন্ত্র, পুরুষতন্ত্র, রাজনীতি – তাঁর কবিতায় এক অকল্পনীয় মাত্র যোগ করেছে। তিনি ভয়কে জয় করে ভালোবাসার আপাদমস্তক লিপিবদ্ধ করেছে আঁধারে বসে। তিনি নিজেকে ভেঙেছে বহুবার। একাধারে সৃষ্টি করেছেন উপন্যাস, সংগীত, ছোটগল্প ও নাটক। সৃষ্টির পাশাপাশি তিনি অভিনয় করেছেন মঞ্চ টিভি নাটকে একাধিকবার, করেছেন মডেলিং। পেয়েছেন ভক্তদের ভালোবাসা। তবু্ও বারংবার ছুটে যান বেদনার কাছে। ‘দুখের ভেতরে কানামাছি খেলতে খেলতে তিনি সৃষ্টি করেন তাঁর প্রথম কাব্যগ্রন্থ’ দুঃখের ভেতরে খেলছি কানামাছি ‘২০০৩ সালে একুশে বইমেলায় প্রকাশিত হয় উপন্যাস, ‘চন্দনপুর নগর এবং একজন শাহরিয়ার ‘২০০৪ সালে একুশে বইমেলায় নারীবাদী উপন্যাস, ২০০৮ সালে ‘কথা ও একটি পথর নদী’ উপন্যাসটি নিয়ে প্রতিক্রিয়াশীলদের অযৌক্তিক আন্দোলন ও ২৫৬২ আলেমসহ বিভিন্ন সংগঠনের বিবৃতি এবং কঠোর কর্মসূচির কারণে বাজেয়াপ্ত হয়। তবুও সাহসী কবি থেকে থাকেনি।২০১৩ সালে একুশে বইমেলায় আরও একটি কাব্যগ্রন্থ ‘ডাস্টবিনে একটি জারজ’ এবং একটি দাঁড়কাকের ঠোঁট ‘নিয়ে পাঠকদের মুখোমুখি হন। দীর্ঘ নয় বছর কবিতার নিখুঁত পোস্টমর্টেম করে তিনি কবিতাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। অত:পর একুশে বইমেলা ২০২৩ সালে বের হয় তাঁর সর্বাধিক বিক্রিত কাব্যগ্রন্থ ‘হৃৎপিণ্ডের বনভোজন ‘। এবার দেশ পাবলিকেশন্স প্রকাশিত “নায়রা” শীর্ষক উপন্যাসটি অমর একুশে বইমেলায় ব্যাপক পরিসরে প্রকাশ করা হয়েছে বলে কবি – সাহিত্যক অন্ত মিলন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ