• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ন

পাইকগাছায় বঙ্গবন্ধু বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্বাধীন ভোর ডেস্ক / ৮৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

মোঃ সামিউল হক  
পাইকগাছায় বঙ্গবন্ধু বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠান বুধবার সকালে উপজেলার গজালিয়া উদয়ন সংঘ ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। প্রথম দিনের খেলায় কপিলমুনি, দেলুটি ও চাঁদখালী জয়লাভ করেছে। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য রাখেন চাঁদখালী ইউপি চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস। বিশেষ অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, প্রধান শিক্ষক মতিউর রহমান, মুক্তিযোদ্ধা বিএম আনিছুর রহমান, উদয়ন সংঘের সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, ইউপি সদস্য হেলাল উদ্দীন খান, আমিন উদ্দীন, মতলেব মালী, আনিছুর রহমান, কাইয়ুম হোসেন, আব্দুল্লাহ সরদার, আনিছুর রহমান সানা, ইউপি সচিব জিএম আব্বাস উদ্দীন। সহকারী অধ্যাপক মোকারমউল আজাদ এর স ালনায় বক্তব্য রাখেন, ইসরাফিল হোসেন, সচিন্দ্রনাথ মন্ডল, সাংবাদিক মাজহারুল ইসলাম মিথুন। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন, শেখ মিনার হোসেন, এ্যাডঃ মনজুরুল হাসান, রমজান হুসাইন রাব্বি, মফিজুল ইসলাম, শাহীনুর রহমান, জামিলুর রহমান রানা, আশরাফুল ইসলাম টুটুল, আব্দুস সাত্তার ও মাখফুর রহমান। প্রথম দিন দুটি ভেন্যুতে ৩টি খেলা অনুষ্ঠিত হয়। সকালে গজালিয়া উদয়ন সংঘ মাঠে উদ্বোধনী খেলায় গড়ইখালী ইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল একাদশকে ১-০ ব্যবধানে পরাজিত করে চাঁদখালী ইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল একাদশ জয়লাভ করে। বিকালে কপিলমুনি সহচরী বিদ্যামন্দির ফুটবল মাঠে লতা ইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল একাদশকে ১-০ ব্যবধানে পরাজিত করে কপিলমুনি ইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল একাদশ এবং হরিঢালী ইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল একাদশকে ৩-১ ব্যবধানে পরাজিত করে দেলুটি ইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল একাদশ জয়লাভ করে। খেলায় উপস্থিত ছিলেন, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার ও দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ