• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩০ অপরাহ্ন

দাউদকান্দির গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠিত

স্বাধীন ভোর ডেস্ক / ১০৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:
গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বিদ্যালয় মিলনায়তনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১ দাউদকান্দি-তিতাস আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিম তালুকদারের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান আসাদ,গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নোমান মিয়া সরকার,বিদ্যালয়ের দাতা সদস্য রফিকুল ইসলাম ইঞ্জিনিয়ার,অভিভাবক সদস্য মফিজ উদ্দিন পারভেজ,ভিপি মাসুম পারভেজ মিন্টু,মোহাম্মদ শরিফুর রহমান মোল্লা,মোঃ জিল্লুর রহমান জিলন ভূঁইয়া,সংসক্ষিত মহিলা অভিভাবক সদস্য হাসনেয়ারা বেগম।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ‌কুমিল্লা-১ দাউদকান্দি-তিতাস আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন মানসম্মত শিক্ষা না হলে এখান থেকে ভালো কোন ছাত্রছাত্রী বেরিয়ে আসবে না।গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। স্কুলটি যাতে তাদের সুনাম ধরে রাখতে পারে সে সে লক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পুরস্কার বিতরনের পূর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ