• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৮ অপরাহ্ন

দাউদকান্দিতে কুমিল্লা-১আসনের নবনির্বাচিত এমপিকে নাগরিক সংবর্ধনা

স্বাধীন ভোর ডেস্ক / ৮২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা-১ দাউদকান্দি-তিতাসনের নব-নির্বাচিত এমপিকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নাগরিক কমিটির আয়োজনে আনুষ্ঠানিকভাবে এ নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়।নাগরিক সংবর্ধনা কমিটির আহবায়ক ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ড. আব্দুল মান্নান জয়ের সভাপতিত্বে ও নাগরিক সংবর্ধনা কমিটির সদস্য সচিব দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের নব-নির্বাচিত কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর ।আমন্ত্রিত বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল মজিদ।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম.রুহুল আমিন,সাধারণ সম্পাদক মোঃ রোশন আলী মাস্টার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন দাউদকান্দি পৌর মেয়র নাইম ইউসুফ সেইন,কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বশিরুল আলম মিয়াজী,যুগ্ন-সাধারন সম্পাদক বাসুদেব ঘোষ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আহসান হাবীব চৌধুরী লীল মিয়া,কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন,কুমিল্লা উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি রকিব উদ্দিন রকিব প্রমূখ।কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর বলেন, দাউদকান্দি-তিতাস উপজেলাকে দূর্নীতিমুক্ত, উন্নত-দাউদকান্দি, উন্নত-তিতাস,স্মার্ট-দাউদকান্দি,স্মার্ট তিতাস হিসেবে রুপান্তরিত করতে চাই। এর পাশাপাশি শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবেন বলেও প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।এছাড়াও নারী শিক্ষার ক্ষেত্রেও তিনি অগ্রণী ভূমিকা রাখবেন বলেও জানান। উপজেলাবাসীর দীর্ঘদিনের আকাঙ্খিত ব্রীজ নির্মাণ, গ্রামীণ জনপদের অবহেলিত রাস্তাঘাটের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে উন্নত দাউদকান্দি-তিতাস প্রতিষ্ঠার কথা বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ