• রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৯:১৪ অপরাহ্ন

ভালোবাসা দিবসে সিআরসি’র ব্যতিক্রমী উদ্যোগ

স্বাধীন ভোর ডেস্ক / ৯৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন সিআরসি বশেমুরবিপ্রবি শাখার উদ্যোগে বিশ্ব ভালোবাসা দিবসে ব্যতিক্রমী আনন্দ-উৎসবে মেতে উঠল সুবিধাবঞ্চিত শিশুরা। ভিন্নরকম এই আনন্দ-উৎসবকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন পেশার মানুষ। গোপালগঞ্জ এর শেখ ফজলুল হক মণি স্মৃতি অডিটোরিয়ামে সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ভিন্নরকম বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন। দিবসটি উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে কেককাটা, খাবার পরিবেশন, খেলাধূলা, বিনোদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী সংগঠন সিআরসি বশেমুরবিপ্রবি শাখার ব্যতিক্রমী এই আয়োজনে মুগ্ধ সুবিধাবঞ্চিত শিশুরা।গোপালগঞ্জ এর সুবিধাবঞ্চিত শিশু আলিফ ও চৈতি জানায়, এ ধরণের আনন্দ-উৎসবে ও এমন আয়োজনে ভাইয়া ও আপুরা আমাদের অনেক আনন্দ দিয়েছেন। ভিন্নরকম এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে সিআরসি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় পরিষদের সভাপতি মোঃ রাসেল আহমেদ বলেন, শিশুদের মুখে হাসি ফুটাতে স্বেচ্ছাসেবীদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিশ্ব ভালোবাসা দিবসে কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণদের সৃজনশীল এই উদ্যোগ সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পরবে এই আমাদের প্রত্যাশা। আশা করি ভবিষ্যতেও তারা ভালো কাজ অব্যাহত রাখবে বলে।সিআরসি বশেমুরবিপ্রবি শাখার সভাপতি মেহেদী হাসান বলেন, সংগঠনটি প্রতিষ্ঠার শুরুতে থেকেই সমাজের সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া শিশুদের নিয়ে কাজ করে এসেছে। তারই ধারাবাহিকতায় বিশ্ব ভালোবাসা দিবসে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এ ধরণের ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নুর মোহাম্মদ বলেন, এই ধরণের আয়োজন সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ভালোবাসা ও সহমর্মিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ