• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন

বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত

স্বাধীন ভোর ডেস্ক / ৪৭৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

রাশিমুল হক রিমন, বরগুনা প্রতিনিধি:
বরগুনার আমতলী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় মোঃ আলী (১৭) নামে এক ওয়ার্কসপ শ্রমিকের মৃত্যু হয়েছে।আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ওই দূর্ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।পুলিশ ও নিহতের স্বজন জানা গেছে, আমতলী পৌরশহরের ৯ নং ওয়ার্ড লোচা এলাকার বাসিন্দা মোশারফ হাওলাদারের পুত্র ওয়ার্কসপ শ্রমিক মোঃ আলী তার বাসা থেকে মোটর সাইকেল যোগে আমতলী নতুন বাজার বাঁধঘাট এলাকায় ওয়ার্কসপে যাচ্ছিল। পথিমধ্যে আমতলী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের ছুড়িকাটা সৈকত ফিলিং ষ্টেশনের কাছে কুয়াকাটা থেকে ছেড়ে আসা দূরপাল্লার ঢাকাগামী ইসলাম পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৩-২৩৪৬) মোটর সাইকেলেটিকে পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোর্ট সাইকেল চালক ওয়ার্কসপ শ্রমিক মোঃ আলী নিহত হয়।সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত মোঃ আলীর মরদেহ উদ্ধার করে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে যায়।আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাকওয়াত হোসেন তপু সড়ক দূর্ঘটনায় শ্রমিক মোঃ আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই বিষয়ে পরবর্তী আইনী পদক্ষেপ নিতে প্রক্রিয়াধীন অবস্থায় আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ