• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:২১ পূর্বাহ্ন

পিতার সম্পত্তি চাইতে গেলে আপন চাচাদের নির্যাতনের শিকার শিক্ষার্থী অন্তি 

স্বাধীন ভোর ডেস্ক / ৭৬০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার:
আপন চাচাদের নির্যাতনের শিকার হয়েছেন ভাতিজি অন্তি ও ভাতিজা অর্পিত।  ১১ফেব্রুয়ারী রবিবার দুপুরে সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে কথা গুলো বলেন। ঘটনার বিবরণে জানা যায়, ২০১১ সালে পিতা গোলাম আজম বিটুর অস্বাভাবিক মৃত্যুর সময়ে তার নাবালক  ছেলে মেয়ে ও স্ত্রী শশুর বাড়ীতে ছিলো, পরিবারের দাবীর পরেও তড়িঘড়ি করে দাফন সম্পন্ন করে। এবং পরেরদিন তার ক্রয়কৃত ১০৬ শতক জমিন চাচারা জোর জবরদখল করে নেয়। এই জমিন উদ্ধারে স্থানীয় ভাবে বিচার চেয়েও সঠিক বিচার পাননি। তাই গোলাম আজম বিটুর পরিবার স্থানীয় আত্মীয়স্বজনের সমক্ষে তাদের হোটেল পূণরায় দখল করেন। যা স্থানীয় পৌরসভার মেয়র ও প্রশাসন অবগত। তারপরও নানাভাবে হুমকি ধামকি দিচ্ছেন আপন চাচা পুলিশের চাকরিচ্যুত সাব ইন্সপেক্টর এনামুল হক রাজু গং নানান ভয়ভীতি প্রদর্শন করছে। নির্যাতিত পরিবার এই সন্ত্রাসী ভূমীদস্যু দমনের জন্য নীলফামারীর সাংসদ  আসাদুজ্জামান নূর এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেভ কামনা করছে। সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ