• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪০ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জের চরকাঁকড়া একাডেমী হাইস্কুলের বার্ষিক ক্রীড়া পুরষ্কার বিতরণী

স্বাধীন ভোর ডেস্ক / ১৪৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউয়িনের চরকাঁকড়া (উচ্চ বিদ্যালয়ের) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অংশগ্রহনকারীদের মাঝে পুরষ্কার বিতরণী ও এস.এস.সি পরীক্ষা-২০২৪ ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। (১১ ফেব্রুয়ারী) রবিবার দুপুর ১২টায় উপজেলার চরকাঁকড়া একাডেমী (উচ্চ বিদ্যালয়ের) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শিহাব উদ্দিন এর সভাপতিত্বে ও স্কুলের সহকারী শিক্ষক জাফর উল্যাহ খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বসুরহাট পৌসরভার মেয়র আবদুল কাদের মির্জা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সাবেক সভাপতি মোশারফ হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন বাদল, গোলাম ছাওয়ার। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সহকারী প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, সহকারী শিক্ষক নাজিম উদ্দিনসহ সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বলের, আমি এই বিদ্যালয়ের সাবেক ছাত্র। এই বিদ্যালয়ের সভাপতি হওয়ার পর থেকে আমার মাথায় মধ্যে একটা চিন্তা থাকে যে, কিভাবে বিদ্যালয়ের উন্নয়ন করা যায়। সে সুবাধে মেয়র মহোদয়ের সহযোগিতায় আমাদের সকলের প্রিয় জননেত্রী শেখ হাসিনার অত্যান্ত আস্থাবাজন বিশ্বস্ত সৎ ও সফল ব্যক্তিত্ব সেতুমন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই বিদ্যালয়কে উর্ধŸমূখী সম্প্রসারণের ব্যবস্থা করে দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ