• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৮ পূর্বাহ্ন

বাংলাদেশ আওয়ামীলীগের যুব ও ক্রীড়া উপ কমিটির সদস্য নির্বাচিত হলেন জামসেদ আলম

স্বাধীন ভোর ডেস্ক / ৫৪৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

সোহাগ মিয়াজী
বাংলাদেশ আওয়ামীলীগের যুব ও ক্রীড়া উপ কমিটির সদস্য নির্বাচিত হলেন চৌদ্দগ্রামের জামসেদ আলম। জামসেদ আলম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলা ৪নং শ্রীপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিনের কনিষ্ঠ পুত্র ও সাবেক রেলপথ মন্ত্রী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপির ভাতিজা। তিনি ছাত্র জীবনে কুমিল্লা সরকারী সিটি কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ছিলেন। ১০ ফেব্রুয়ারি শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত ১৪০ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এতে মোজাফফর হোসেন পল্টুকে চেয়ারম্যান, হারুনুর রশিদ কো-চেয়ারম্যান এবং মাশরাফী বিন মোর্তজাকে সদস্য সচিব করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কমিটি অনুমোদন দেন। একান্ত সাক্ষাতে জামসেদ আলম বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য মনোনীত করায় আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফী বিন মোর্তজার সহ সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দেও প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি আরোও বলেন আমার ওপর যে দায়িত্ব দেয়া হয়েছে সততা, নিষ্ঠা, মেধা এবং দক্ষতা দিয়ে যথাযথভাবে তা পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো। নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে সবার দোয়া ও সহযোগিতা চান সাবেক এই কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা। জানা যায় এবার সংসদ সদস্য, সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, সাবেক ছাত্রলীগ নেতাসহ দেশের বিভিন্ন অঙ্গনের বরেণ্য ব্যক্তিত্বদের প্রাধান্য দিয়ে ২০২৩-২৬ মেয়াদের জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটি গঠন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ