• সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০২:৫৯ পূর্বাহ্ন

ভিটামিন ‘ এ ‘ প্লাস ক্যাম্পেইনে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত 

স্বাধীন ভোর ডেস্ক / ১০৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বুধবার, ১৪ জুন, ২০২৩

নীলফামারী স্বপ্না আক্তার :
নীলফামারীতে জাতীয় ভিটামিন ‘ এ ‘ প্লাস ক্যাম্পেইন ২০২৩ উপলক্ষে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  ১৪ জুন বুধবার বিকেলে নীলফামারী জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে সিভিল সার্জন ডা: হাসিবুর রহমানের সভাপতিত্বে ও ডা: আবু হেনা মোস্তফা কামালের পরিচালনায় দিকনির্দেশনা মূলক বক্তব্যে সিভিল সার্জন হাসিবুর রহমান জানান, আগামী ১৮ জুন নীলফামারী জেলায় ৩ লক্ষ ৭ হাজার ৪৫ জন শিশু কে ভিটামিন এ খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস শিশু নীলফামারী সদরে ৬ হাজার ৮০২ জন, ডোমার উপজেলায় ৫ হাজার ২১৪ জন, ডিমলা উপজেলায় ৪ হাজার ৯৬ জন, জলঢাকা উপজেলায় ৫ হাজার ৮১৩ জন, কিশোরগঞ্জ উপজেলায়, ৩ হাজার ৯৭৪ জন, সৈয়দপুর উপজেলায় ১ হাজার ৮০৮ জন, নীলফামারী পৌরসভায় ১ হাজার ১৯৫ জন এবং সৈয়দপুর পৌরসভায় ২ হাজার ৪৯০ জন। ১২ থেকে ৫৯ মাস শিশুর মধ্যে নীলফামারী ৬২ হাজার ১২৫ জন, ডোমারে ৪০ হাজার ৮৩০ জন, ডিমলায় ৪ হাজার ৯৬ জন, জলঢাকায় ৫ হাজার ৮১৩ জন, কিশোরগঞ্জে ৩ হাজার ৯৭৪ জন, সৈয়দপুরে ১ হাজার ৮০৮ জন, নীলফামারী পৌরসভায় ১ হাজার ১৯৫ জন ও সৈয়দপুর পৌরসভায় ২ হাজার ৪৯০ জন কে ভিটামিন-এ খাওয়ানো হবে। কর্মশালায় অংশ গ্রহণ করেন নীলফামারী প্রেসক্লাব এবং জেলা রিপোর্টার্স ইউনিটির প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ