• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০২ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে ৪ লক্ষ ৮৯ হাজার ৩৬১জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

স্বাধীন ভোর ডেস্ক / ১১৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বুধবার, ১৪ জুন, ২০২৩

রাকিবুল ইসলাম রাকিব সিরাজগঞ্জ থেকে
জাতীয় ভিটামিন “এ‌” প্লাস ক্যাম্পেইন ১৫-১৮ জুন ২০২৩ ইং ০১দিন উদযাপন উপলক্ষে শিশুদের অপুষ্টি জনিত অন্ধত্ব প্রতিরোধ ও শিশু মৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষ্যে দেশব্যাপী আগামী ১৫-১৮ জুন ২০২৩ ইং ০১ দিন রোজ রবিবার জাতীয় ভিটামিন “এ”প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। সকালে (বুধবার) সিভিল সার্জন কার্যালয়ে ডাঃ রাম পদ রায় সংবাদ সম্মেলনে এতথ্য নিশ্চিত করেছে। ৬ -১১ মাস বয়সী সকল শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে ১২ -৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে। সিরাজগঞ্জ জেলায় ১৩টি স্থায়ী এবং ২১৮৪টি অস্থায়ী টিকা দান কেন্দ্র সহ মোট ২১৯৭টি টিকা দান কেন্দ্রের মাধ্যমে প্রায় ৫৩৩৬১জন ৬-১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রংয়ের ভিটামিন “এ” ক্যাপসুল এবং প্রায় ৪৩৬০০০ জন ১২-৫৯ মাস বয়সের শিশুদের একটি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে। সিরাজগঞ্জ জেলার মোট ৪৩৯৪ জন স্বেচ্ছাসেবকের পাশাপাশি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ৭৩৮ জন মাঠকর্মী কার্যক্রমের নিয়োজিত থাকবে। এবং ১০৪১ জন টিকাদান কেন্দ্রে সরাসরি তত্ত্বাবধায়ন করবেন। সকাল ৮ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত কেন্দ্র সমূহ খোলা থাকবে। জেলা উপজেলা ও পৌরসভা প্রশাসনের পাশাপাশি জেলা তথ্য বিভাগ ইউনিসেফ বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা ও অন্যান্য সহযোগী সংস্থা উক্ত ক্যাম্পেইন সফল করার জন্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার বিভাগকে সার্বিক সহযোগিতা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ