• শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ১০:৪৬ অপরাহ্ন

৪১৫ জন হজযাত্রী নিয়ে জেদ্দায় বিমানের প্রথম ফ্লাইট

স্বাধীন ভোর ডেস্ক / ৭০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় রবিবার, ২১ মে, ২০২৩

ডেস্ক নিউজঃ-

চলতি বছরের প্রথম হজ ফ্লাইট বিজি-৩০০১ মোট ৪১৫ জন যাত্রী নিয়ে সৌদি আরব পৌঁছেছে। ফ্লাইট সংক্রান্ত ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।গতকাল শনিবার (২০ মে) দিবাগত রাত ৩টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়, স্থানীয় সময় আজ রোববার সকাল ৮টায় জেদ্দায় পৌঁছায়। এক প্রতিবেদনে বাসস জানায়, বিমানের আরো চারটি ফ্লাইট আজ দিনের বিভিন্ন সময়ে জেদ্দার উদ্দেশ্যে হজ যাত্রীদের নিয়ে ঢাকা ত্যাগ করবে।হজ ফ্লাইট ছেড়ে যাওয়ার সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলানসহ অন্যরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। এ সময় হজযাত্রীদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সুখ,শান্তি,সমৃদ্ধি ও অগ্রগতি অব্যাহত থাকার জন্য দোয়া কামনা করেন বিমান প্রতিমন্ত্রী। এ বছর হজযাত্রী পরিবহনে বিমানের চারটি বোয়িং-৭৭৭ ইআর ও একটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারসহ মোট পাঁচটি উড়োজাহাজ ব্যবহার হবে। এ বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২২ হাজার ২২১ হজযাত্রী সৌদি আরব যাবেন। এর মধ্যে মোট যাত্রীর অর্ধেক ৬১ হাজার ১১১ জন পরিবহন করবে বিমান। বাকিরা ব্যবহার করবেন সাউদিয়া এয়ারলাইন্স ও ফ্লাই নাস। বিমান প্রি-হজে ২১ মে থেকে ২২ জুন পর্যন্ত ১৬২টি ও পোস্ট-হজে ২ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত ১৬৮টি করে মোট ৩৩০টি হজ ফ্লাইট পরিচালনা করবে। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট থেকেও জেদ্দায় ও মদিনায় ফ্লাইট পরিচালনা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ