কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগে আধুনিক গবেষণাগার ‘সেন্টার অফ এক্সিল্যান্স’ উদ্বোধন করা হয়। গতকাল মঙ্গলবার সিইডিপি’র অর্থায়নে বৈজ্ঞানিক যন্ত্রপাতি সরবরাহের উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান, উপাধ্যক্ষ প্রফেসর মৃনাল কান্তি গোস্বামী, শিক্ষক পরিষদের সদ্য বিদায়ী সম্পাদক মোহাম্মদ মইন উদ্দিন, রসায়ন বিভাগের প্রধান প্রফেসর লুৎফুননেছা, প্রফেসর ফৌজিয়া রহমান, CEDP’র শিক্ষক কর্মকর্তা মো. এনামুল হক ও সহযোগী অধ্যাপক তপন ভট্টাচার্য, বিভাগের প্রাক্তন শিক্ষক ড. মো. আনোয়ারুল হক ও ড. লাকী দে দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি গাজিউল হক সোহাগসহ বিভাগের শিক্ষক ও অন্যান্য অতিথিবৃন্দ। উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, গবেষণাগারটিতে উন্নত প্রযুক্তির ছোঁয়া শিক্ষার্থীদের উচ্চতর গবেষণাকে আরও সমৃদ্ধময় করবে। দেশে শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও রসায়ন বিষয়কে মানুষের কল্যাণে ব্যবহার করতে এমন উদ্যোগ স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সহায়ক হবে।এ সময় তিনি বিভিন্ন যন্ত্রপাতির যথোপযুক্ত ব্যবহার সম্পর্কে অবহিত হন এবং শিক্ষার্থীদের মধ্যে এ সকল যন্ত্রপাতির যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে উপস্থিত সকল শিক্ষককে তাগিদ দেন।কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মৃণাল কান্তি গোস্বামী বলেন, আধুনিক এ গবেষণাগারটিতে কোন রকম দুর্ঘটনা যেন না ঘটে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। একই সাথে গবেষণা কাজের সুবিধার্থে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হবে।গবেষণাগারটির সার্বিক তত্বাবধানে থাকা সহযোগী অধ্যাপক ড.আবদুল কুদ্দুস বলেন, সিইডিপি’র সহযোগিতায় আমরা Double beam UV-Vis. Spectrophotometer, Digit Analytical Balance, Vacuum Evaporator, Milk analyzer, Muffle Furnace, Condutometer সহ আরও বিভিন্ন ধরেনর আধুনিক যন্ত্রপাতির যোগান পেয়েছি। পাশাপাশি গবেষণাগারের ইন্টেরিয়র কাজে বিভাগের শিক্ষক প্রফেসর ফৌজিয়া রহমান এর আর্থিক অনুদান পেয়েছি। যা উন্নয়ন কাজকে আরও ত্বরান্বিত করেছে। বর্তমানে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার আমাদের শিক্ষার্থীদেরকে আরও দক্ষ করে তুলবে আশা করছি। বিভাগের থিসিসের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত বলেন, যন্ত্রপাতিগুলো পুরোনো হওয়ায় গবেষণা কাজে অনেক সময় আমাদের নিখুঁত ফলাফল পেতে সমস্যায় পড়তে হতো। বর্তমানে নতুন যন্ত্রপাতির সংযোজন আমাদের কাজকে আরও সহজ করে তুলবে। কর্তৃপক্ষের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।