• শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ন

মাথায় হাত মধুপুরে পোল্ট্রি খামারেরা

স্বাধীন ভোর ডেস্ক / ১৪৭৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

জুয়েল রানা মধুপুর উপজেলা প্রতিনিধি :
টাংগাইল মধুপুরে পিরোজপুর নামক গ্রামে মোঃ ইদ্রিস আলী(৪০) খামারে প্রায় এক হাজার পোল্ট্রি মুরগি পালন করে থাকেন । এই বছরে  ইদ্রিস সাহেবের সবচেয়ে বেশি লোকসান হয়। পরিবার সকলেই কাজ করে যাচ্ছে, তাও দীর্ঘমেয়াদি লোকসানের মুখে পড়েছেন । বর্তমান সময়ে  ভ্যাকসিন, বাচ্চার দাম,কারেন্ট থাকে না জেনেরেটোর এর বিল ইত্যাদি দিতে হয়। মুরগির খাদ্যের দাম বেশি হওয়ার পাশাপাশি বাজারে রেডি মুরগির দাম প্রত্যাশামত না থাকায় লোকসানে পড়েছেন ইদ্রিস সাহেব। গত মাসে পোল্ট্রি মুরগি দাম ছিল ২৮০/- টাকা  বাজারে এখন বর্তমানের মুরগির দাম হচ্ছে ১৫০ টাকা। তার খরচ প্রায়  ২৫০,০০০/-টাকা। এখন উপায় না পেয়ে পোল্টি মুরগি বিক্রি  করে দিচ্ছে। আরও স্থানীয় লোকেরা পোল্ট্রি খামারিরা বলেন , নানামুখী সমস্যার কারণে পোল্ট্রি ব্যবসার সাথে জড়িতরা সকলেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। সবকিছুর দাম বাড়লেও ফার্মের মুরগির দাম বাড়েনা। একদিকে খামারের জন্য উচ্চ মূল্য দিয়ে খাদ্য কিনে আনতে হচ্ছে অন্যদিকে প্রতিদিন বাজারে রেডি মুরগির দাম কমছে। ফলে খামার থেকে তেমন উপার্জন হচ্ছে না


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ