• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৩ অপরাহ্ন

চট্রগ্ৰাম লোহাগাড়ায় ধর্মীয় মাহফিলে জনতার তোপের মুখে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান

স্বাধীন ভোর ডেস্ক / ৮০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

নুরুল কবির, সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় বাইতুশ শরফ মাদ্রাসার বার্ষিক ইছালে স‌ওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা দিতে গিয়ে বিক্ষুব্ধ শ্রোতাদের তোপের মুখে পড়েন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। ২৭ই জানুয়ারি শনিবার বেলা আড়াইটায় মাহফিলে রাসূল (সা.)- এর গুণগান না গেয়ে বেশিরভাগ সময় ধর্মমন্ত্রী নিজের ও সরকারের গুণগান নিয়ে আলোচনা করছিলেন। এ সময় বিরক্ত হয়ে পড়েন মাহফিলে আগত উপস্থিত ভক্তরা। কিন্তু সেদিকে খেয়াল না করে ধর্মমন্ত্রী তার নিজের গুণগান এবং সরকারের গুণগান গাইতে থাকলে একসময় অনুষ্ঠানস্থল থেকে ‘ভুয়া ভুয়া’ ধ্বনি উঠতে থাকে। ক্রমান্বয়ে বিক্ষুব্ধ জনতার আওয়াজে ধর্মমন্ত্রীর বক্তৃতা শোনা যাচ্ছিল না। বিক্ষুব্ধ জনতার তোপের মুখে বক্তৃতা অসম্পূর্ণ রেখেই ধর্মমন্ত্রী তড়িঘড়ি করে অনুষ্ঠানস্থল ত্যাগ করে মসজিদর ভিতরে ঢুকে পড়েন। চট্টগ্রাম লোহাগাড়া বড়হাতিয়া কুমিরাঘোনা এলাকায় আখতারাবাদ মসজিদে বায়তুস্ শরফের ৩দিন ব্যাপী বার্ষিক ইছালে স‌ওয়াব ও তরিকত মাহফিলের শেষ দিনে জোহরের নামাজের আগে এঘটনা ঘটে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। মাহফিলের কমিটির এক সদস্য জানান, এ ঘটনা অনাকাঙ্ক্ষিত। আসলে ধর্মমন্ত্রী তার লিখিত বক্তব্য দিতে গিয়ে ভক্ত শ্রোতাদের মনোভাব বুঝতে পারেন নি। যার দরুন মাহফিলে হ‌ইচ‌ই সৃষ্টি হয়। পরে ধর্মমন্ত্রী বক্তিতা থেকে সরে গেলে যথারীতি মাহফিল চলমান থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ