• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৭ অপরাহ্ন

নীলফামারীতে সর্বনিম্ন ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিপর্যস্ত জনজীবন

স্বাধীন ভোর ডেস্ক / ৫৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

ডোমার (নীলফামারী) প্রতিনিধি:
চলমান শৈত্যপ্রবাহে নীলফামারী জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে আজ। এতে বিপর্যস্ত হচ্ছে জনজীবন। চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হওয়ায় বন্ধ রাখা হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো পাঠদান।রোববার (২৮শে জানুয়ারী) জেলার সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের দেওয়া তথ্যমতে, সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। অন্যদিকে, জেলার ডিমলা উপজেলায় ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।এমন পরিস্থিতিতে রবিবার মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রাখা হয়েছে। যা নিশ্চিত করেছেন জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান। এছাড়া রংপুর বিভাগের সকল প্রাথমিক বিদ্যালয়ও আগামীকাল সোমবার অব্ধি বন্ধ রাখা হয়েছে।সকালে ঘন কুয়াশায় ছেয়ে গিয়েছিল গোটা জেলা। এতে সাধারণ খেটে-খাওয়া মানুষ জীবিকার তাগিদে বের হলেও, শহরগুলোতে তেমন একটা ব্যস্ততা লক্ষ্য করা যায়নি। প্রচণ্ড ঠাণ্ডায় ব্যহত হচ্ছে জনজীবন। তবে বেলা গড়ানোর সাথে সাথে কুয়াশা কেটে যাওয়ায়, কিছুটা স্বাভাবিক হয়েছে জনজীবন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ