• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৩ অপরাহ্ন

দেশসেরা স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টারের পুরস্কার পেল ইবি

স্বাধীন ভোর ডেস্ক / ৮১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

মোঃ সাইফুল্লাহ,ইবি:
ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স (আই-ইইই) কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার কর্তৃক যৌথভাবে দেশসেরা স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টারের পুরস্কার পেল ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। শনিবার (২৭ জানুয়ারি) সকাল ১০ টায় রাজধানীর ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির অডিটোরিয়ামে অনুষ্ঠিত আই-ইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়। এতে যৌথভাবে দেশসেরা স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টারের পুরস্কার পায় ইসলামী বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বছরব্যাপী নানাবিধ কার্যক্রমে সক্রিয় থাকা ও সামার সিম্পোজিয়াম ২০২৩ এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরুপ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আই-ইইই কম্পিউটার সোসাইটি স্টুডেন্ট ব্রাঞ্চকে এই পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রদান করেন আই-ইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারপারসন ও চুয়েটের ইসিই ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. মোঃ শামসুল আরেফিন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষে পুরস্কার গ্রহণ করেন আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি মুস্তাকিম মুসুল্লী পিয়াস, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান নাফি, নির্বাহী সদস্য সাজ্জাদ হোসেন সৈকত ও আব্দুল্লাহ আল নোমান। এছাড়াও উপস্থিত ছিলেন আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের কাউন্সিলর ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মোঃ জাহিদুল ইসলাম। উল্লেখ্য, ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত ইন্সটিটিউট অব ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আই-ইইই) বিশ্বের ইঞ্জিনিয়ারদের সর্ববৃহৎ সংগঠন। সংগঠনটি বিশ্বব্যাপী প্রকৌশল ও প্রযুক্তির উন্নতি সাধনে নানাবিধ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রকৌশল পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ব্রাঞ্চের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি। ২০১৯ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আই-ইইই স্টুডেন্ট ব্রাঞ্চ যাত্রা শুরু করে। একই বছর দেশসেরা উদীয়মান ব্রাঞ্চ হওয়ার গৌরব অর্জন করে আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ