• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:০১ অপরাহ্ন

চিতলমারীতে এসএসসি ৯৪ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

স্বাধীন ভোর ডেস্ক / ১৯৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪

চিতলমারী প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ৯৪ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জানুয়ারী) দিন ব্যাপী বিদ্যালয় চত্বরে স্মৃতিচারণ, আলোচনা সভা, কেক কাটা, প্রীতিভোজসহ বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা মেতে উঠেছিলেন আনন্দ উচ্ছাসে। কর্মজীবনের সকল ব্যস্ততা উপেক্ষা করে এক দিনের জন্য সাবেক সহপাঠীরা একে অপরের সাথে কুশল বিনিময় ও স্মৃতিচারণে হারিয়ে গিয়েছিলেন পুরানো দিনে। সব ভেদাভেদ ভুলে মিলিত হয়েছিলেন প্রাণের বন্ধনে। বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ৯৪ ব্যাচের শিক্ষার্থী বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি আকবর আলী মুস্নীর পৃষ্ঠপোষকতায় ও বন্ধুদের সার্বিক সহযোগিতায় ব্যতিক্রমী এ মিলন মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম এম খসরু আহমেদের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজ আকবর আলী মুন্সীর সহধর্মীনি ঝুমা আকবর, প্রাক্তন শিক্ষক দ্বীপেন্দ্র কুমার রায়, চঞ্চল কুমার মন্ডল, প্রধান শিক্ষক কাজী টিপু সুলতান প্রমুখ। এ সময় ৯৪ ব্যাচের বন্ধুদের পরিবার ও সন্তানেরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ