• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৫ অপরাহ্ন

নাইক্ষ্যংছড়ি সদর উপজেলায় সোনাইছড়ি রোডে নতুন রূপে স্থাপিত হল দূরবীন পর্যটন কেন্দ্র অরণ্য বিলাস

স্বাধীন ভোর ডেস্ক / ৭৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:
চারদিকে পাহাড়ে ঘেরা, সবুজের মহল এবং দর্শনার্থীদের এলাকা পার্বত্য পাহাড়ি অঞ্চল নাইক্ষ্যংছড়ি উপজেলা।এই নাইক্ষ্যংছড়ি উপজেলায় সোনাইছড়ি রোডে নতুন রূপে স্থাপিত হলো দূরবীন পর্যটন কেন্দ্র অরণ্য বিলাস। জলবন্দী পানিতে সারিবদ্ধভাবে ফুটন্ত শাপলা যেমন প্রকৃতি ও মানুষের সৌন্দর্য কেড়ে নেয় তেমনি নাইক্ষ্যংছড়ি উপজেলার নতুন রূপে স্থপতি দূরবীন পর্যটন কেন্দ্র অরণ্য বিলাস কেড়ে নিচ্ছে প্রকৃতির সৌন্দর্য ও জয় করতেছে মানুষের মন এবং পাচ্ছে মানুষের ভালবাসা।পর্যটন কেন্দ্র অরণ্য বিলাসের মালিক মংবাছিংমং মার্মার কাছ থেকে জানা যায় বর্তমান সমাজের ছেলে মেয়ে দিন দিন খারাপ পথে লিপ্ত হচ্ছে। এই খারাপ পথ থেকে উঠে আনার জন্য এবং ভ্রমণে উসাহিত করার ও পাড়াহের সৌন্দর্য তুলে আনার জন্য উদ্যোগ নিয়ে দূরবীন পাহাড়ের চূড়ায় গড়ে তুলেছে টিকেট বিহীন পর্যটন কেন্দ্র অরণ্য বিলাস। অরণ্য বিলাসের মালিক মংবাছিংমং মার্মা আরও জানান পর্যটকদের জন্য রয়েছে ১/ পরিবেশ বান্ধব রোস্তোঁরা।২/ ফ্যেমেলি পিকনিকের ব্যবস্তা। ৩/গ্রুপ স্কুল পিকনিকের সুবিধা। ৪/ডেকোরেশন ও রান্না ঘরের সহজলভ্যতা। ৫/সাংস্কৃতিক প্রোগ্রামের স্পট। ৬/কিডস জোন।৭/হিল ভিউ পয়েন্ট(স্বপ্ন চূড়া)। ৮/পানি,বিদ্যুৎ ও ওয়াশরুমের ব্যবস্থা। ৯/BBQ এর সু- ব্যবস্তা। মালিকের কাছে আরো জানা যায় এই অরণ্য বিলাস গড়ে তুলায় প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে পর্যটকের।পর্যটকদের কাছে জানা যায় অরণ্য বিলাসে এসে মুগ্ধ হয়ে যায় আঁকা বাঁকা সড়ক, উঁচু নিচু পাহাড়, সবুজের বনায়ন, আকাশ ছোঁয়া কুয়াশা মেঘ ও ঠান্ডা শীতল বাতাসে।তাই অরণ্য বিলাসের মালিক মংবাছিংমং মার্মা সকল পর্যটকদের জানায় অরণ্য বিলাসের সু-সাগতম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ