• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৩ পূর্বাহ্ন

সাগরে মাছ ধরা বন্ধ, শীতে মারা গেছে দুবলারচরের ১ জেলে

স্বাধীন ভোর ডেস্ক / ৭৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

রামপাল প্রতিনিধি:

প্রচণ্ড শীত ও শৈত্য প্রবাহের কারণে ৩ দিন যাবত বঙ্গোপসাগরে মাছ ধরা বন্ধ রেখেছে দুবলারচরের জেলেরা। অপরদিকে দুবলারচরে শীতে মারা গেছে বিষ্ণুপদ বিশ্বাস নামে এক জেলে। দুবলার আলোরকোল থেকে বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দুপুরে রামপাল জেলা সমিতির সভাপতি মোতাসিম ফরাজি মোবাইল ফোনে জানান, প্রচণ্ড শীত ও শৈত্য প্রবাহের কারণে মঙ্গলবার থেকে বঙ্গোপসাগরে জেলেরা মাছ ধরা বন্ধ রেখেছেন। তিন দিন ধরে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে সূর্যের দেখা মিলছে না। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ঠাণ্ডা বাতাসের কারণে জেলেরা সাগরে যাচ্ছে না। কয়েক হাজার জেলে তাদের টলারও নৌকা নিয়ে বর্তমানে আলোরকোলের খালে নিরাপদ আশ্রয়ে রয়েছে। অপরদিকে, বুধবার দিবাগত রাতে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় প্রচণ্ড ঠাণ্ডায় স্ট্রোক করে বিষ্ণুপদ বিশ্বাস (৩৮) নামে এক জেলে মারা গেছে। তার বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার সাহস জয়খালি গ্রামে। সে আলোরকোলের বহদ্দার অরবিন্দ বিশ্বাসের জেলে ছিল বলে রামপাল জেলা সমিতির সভাপতি জানিয়েছেন। জেলেপল্লি দুবলার আলোরকোল ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার দিলীপ মজুমদার মোবাইল ফোনে বলেন, আলোরকোলে ঠাণ্ডায় মারা যাওয়া জেলের লাশ বৃহস্পতিবার সকালে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে দুবলারচর অঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। আকাশ মেঘাচ্ছন্ন গুড়ি গুড়ি বৃষ্টির সঙ্গে ঠাণ্ডা বাতাস বইছে। শুটকিকরণ জেলেরা সাগরে মাছধরা বন্ধ রেখে নিরাপদ আশ্রয় রয়েছেন বলে ফরেস্টার দিলীপ মজুমদার জানিয়েছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ