• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫০ পূর্বাহ্ন

ডোমারে বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশনের ৩য় বর্ষপূর্তি উদযাপন

স্বাধীন ভোর ডেস্ক / ১০৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

ডোমার (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর ডোমারে ‘বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশন’-এর তৃতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, শিক্ষা উপকরণ বিতরণ, বৃত্তি প্রদান এবং অসহায় শীতার্তদের মাঝে চাদর ও কম্বল বিতরণ করা হয়েছে।আজ বৃহস্পতিবার (২৫শে জানুয়ারী) সকাল ১১টায় ডোমার মহিলা ডিগ্রী কলেজ হলরুমে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশনের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। এতে সভাপতিত্ব করেন—বীর মুক্তিযোদ্ধা লুৎফর হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আনজারুল হক।শিক্ষক রেজওয়ানুল হক উৎপলের সঞ্চালনায় এসময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরননবী, সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ শমশের আলী, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ডোমার মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, ভারপ্রাপ্ত অধ্যক্ষ লতিফুল মুন্তাকিম, বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক আনিসুল হক গোল্ডেন প্রমুখ।আলোচনা শেষে পৌর এলাকার চিকনমাটি ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক, শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান সহ অসহায় শীর্তাতদের মাঝে শতাধিক চাদর ও কম্বল বিতরণ করা হয়।এবিষয়ে ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক আনিসুল হক গোল্ডেন বলেন, এবার প্রচণ্ড শীতের কারণে ফাউন্ডেশনের পক্ষ থেকে এই প্রথম হরিজন সম্প্রদায়ের মানুষের কথা চিন্তা করে চাদর বিতরণ করেছি। এছাড়া প্রতিবছর আমরা অসহায়, দুঃস্থ মানুষকে সহায়তা প্রদান এবং ছাত্র/ছাত্রীদের পড়ালেখায় উৎসাহিত করতে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আগামীতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ