নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে নিমসার বাজারের দক্ষিণ অংশে তারকাঁটার বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরি ও গাছ লাগানো চেষ্টার প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ীরা প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন। দেশের ২য় বৃহত্তর পাইকারী কাঁচা বাজার কুমিল্লা বুড়িচং উপজেলা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন নিমসার বাজার। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান ভ্যাজিটেবল সিটি খ্যাত এই বাজার। আশেপাশের কয়েকটি উপজেলার হাজারো পরিবারের রুজি রুটির জোগানদাতা এই বাজারটি। গেল কয়েকদিন আগে সড়ক ও জনপদ বিভাগ মহাসড়কের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণকারীদের স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করে। এতে করে সড়কের উভয় পাশে বাজারের প্রায় ৫শতাধিক ছোট বড় ব্যবসায়ী বিপাকে পড়েছেন। আকস্মিক সরকারি জমি থেকে উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের ব্যপক ক্ষতি হয়েছে বলে দাবি তাদের। সরকারি সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সরকারি জমি ছেড়ে মালিকানাধীন জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান পূনর্বাসনের চেষ্টা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তবে প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে নিমসার দক্ষিণ বাজারের শতশত ব্যবসায়ীদের অভিযোগ উচ্ছেদের পর স্থানীয় উত্তর বাজারের একটি চক্র দক্ষিণ বাজারটিকে ধ্বংসের পায়তারা করছে। তাদের অভিযোগ, উক্ত চক্রটি সড়ক বিভাগ বা জেলা প্রশাসনের কোন নির্দেশনা বা আদেশ না থকলেও নিজেদের সুবিধার জন্য স্থানীয় দক্ষিণ বাজারের সামনে অবৈধ ভাবে তারকাঁটার বেড়া দিয়ে এবং গাছ লাগিয়ে স্থানীয় শতশত ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেটে প্রতিবন্ধকতা তৈরির চক্রান্ত করছে। এতে করে নিমসার বাজারের (দক্ষিণ পাশের) মূল অংশের কাঁচাবাজার, মার্কেট, ব্যাংক, স্কুল, দোকানপাট সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনাকারী হাজারো ব্যবসায়ীসহ স্থানীয়রা জিম্মি হয়ে পরবেন। বাজার নষ্ট বা বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করা হলে কঠোর জবাব দেয়া হবে বলেও উপস্থিত ব্যবসায়ীরা হুশিয়ারী দেন। ঐতিহ্যবাহী বাজারটিকে ধ্বংস করতে এবং ব্যবসার পরিবেশ নষ্ট করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে একটি মহল পায়তারা করছে জানিয়ে বাজারটিকে রক্ষায় জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেন। প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে নিমসার দক্ষিণ বাজার ব্যবসায়ী কল্যাণ কমিটির সিনিয়র সভাপতি মো. নুরুল ইসলাম সভাপতি – মো. জামাল হোসেন সহ-সভাপতি – আবদুল কাদের সেক্রেটারী- মো. সহিদুল ইসলাম, সহ-সেক্রেটারী- আবুল কালাম আজাদ সাংগঠনিক সম্পাদক- মো. হারুন -উর-রশীদ সহ- সাংগঠনিক সম্পাদক- রুহুল আমিন সদস্য- মো. মাসুদ সদস্য- মো. দেলোয়ার, প্রচার ও প্রকাশনা সম্পাদক- মো. মুজিবুর রহমান, কোষাধ্যক্ষ- আবুল কাশেম কমান্ডার, ব্যবসায়ী আমির হোসেন, সোহাগ ও আবুল ফজল সহ বাজারের শতশত ব্যবসায়ী, বাজারের শ্রমিক ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।