কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের পিতাম্বর এলাকায় রেল সড়কে ডাকাতের কবলে প্রাণ গেল মো: আবু ছাত্তার(৫০) নামে এক চা দোকানদারের। (১০ নভেম্বর ২০২৪) রোববার বিকালে ঘটনাস্থলে যান কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মারুফা জাহান,বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো.আজিজুল হক,রেলওয়ে থানা পুলিশ।তখন তারা অবু সাত্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় শনিবার রাত ১০ টার দিকে পীতাম্বর ঈদগাঁহ সংলগ্নে বাড়ির পাশে অবস্থিত চা- দোকানটি বন্ধ করে প্রতিদিনের ন্যায় সদর রসুলপুর পৈতৃক বাড়িতে যাওয়ার পথে ঢাকা-চট্রগ্রাম রেলসড়কে পীতাম্বর -রসুলপুর মধ্যস্থান জোরপুল ১৬১/৮- ১৬১/৯ পিলার এলাকায় পৌঁছলে দোকানদার মো: আবু ছাত্তারকে একটি ডাকাতদল হামলা চালায়।রোববার ভোরে স্থানীয়রা আহত অবস্থায় আবু ছাত্তারকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আবু ছাত্তারকে মৃত ঘোষণা করেন।ঘটনাস্থলে পড়ে ছিল একটি চশমা, টর্চ লাইটের ব্যাটারি ও লাঠিসোঁটা।নিহতের পৈতৃক বাড়ি সদর রসুলপুর (মাওলানা মঈনউদ্দিনের বাড়ির) মৃত.কালা মিয়ার ছেলে। নিহতের ছেলে মোর্শেদ ও খোরশেদ আলম জানায়,তাদের বাবা আবু ছাত্তার পিতাম্বর শশুড় বাড়িতে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিলো। নিহতের চাচাতো ভাই হারুন মিয়া জানায়,আবু ছাত্তার পিতাম্বর মামতো বোন বিয়ে করে মামা বারেক মিয়ার বাড়িতে থাকতেন। পরে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন এবং সেখানে একটি চা-দোকান দিয়ে জীবিকানির্বাহ করতেন। এর আগে তিনি আমড়াতলী ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ হিসেবে চাকরি করেছিলেন।তার স্ত্রী,তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। নিহতের ছেলে খোরশেদ আলম জানায়,আবু ছাত্তার পিতাম্বর দিনে দোকান চালাতেন এবং রাত হলে রসুলপুর পৈতৃক বাড়িতে চলে যাইতেন।যাওয়ার সময় দোকানের মালামাল বেচাকেনার টাকা সঙ্গে করে নিতেন। ওই রাতে যাওয়ার পথেই তার বাবাকে ডাকাতদল টাকাগুলো ছিনিয়ে নিয়ে যায়।তখন সম্ভব্য ডাকাতদলের সদস্যদের চিনে ফেললে আবু ছাত্তারকে বিভিন্ন শরীরে ও মুখমন্ডল,মাথায় আঘাত করে ফেলে চলে যায়। স্থানীয়রা জানায়,একই স্থানে এর আগে রকিবুল ইসলাম মেম্বারের ভাই সহ আরো অনেকে ডাকাতে কবলে পড়ে আহত হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যন আলহাজ্ব আব্দুল করিম ও নিহতের পরিবার, এলাকাবাসীরা আবু সাত্তারের হত্যার বিচার চায় প্রশাসনের নিকট। এ বিষয়ে বুড়িচং থানার ওসি আজিজুল হক জানায়,ঘটনারস্থল পরিদর্শন করা হয়েছে।আবু সাত্তারের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার বিষয়টি রেলওয়ে পুলিশ ও থানা পুলিশ তদন্ত সহ আইনগত প্রক্রিয়া চলমান রেখেছে।