স্টাফ রিপোর্টার
পতিত শেখ হাসিনা সরকার বাংলাদেশ রাষ্ট্র কাঠামোকে ভেঙে চুরমার করে ফেলেছে। এই রাষ্ট্রকে মেরামত ও পুনর্গঠন করতে হলে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ধাপে ধাপে করতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যৈষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা। শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা। তিনি বলেন, দীর্ঘ ১৮টি বছর স্বৈরাচার খুনি শেখ হাসিনা বিএনপিরসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গুম-খুন করে বাকরুদ্ধ করে রেখেছিলেন। পতিত স্বৈরাচারের প্রেতাত্মারা থেমে নেই। তারা নানা ষড়যন্ত্র করছে। তাদের মোকাবিলা করতে হবে। এ জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়েছে। কিন্তু তার ষড়যন্ত্র থেমে নেই। অন্তর্বর্তীকালীন সরকার যাতে ব্যর্থ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি আরও বলেছেন, বিএনপি দিনের ভোট রাতে চায় না, বিএনপি বিনা-প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন চায় না। বিএনপি ও তারেক রহমান চায়, আমার ভোট আমি দেবো। মতলব উত্তর উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার, সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শাহ আলম ভূইয়া প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মৃধা, সাবেক ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন, বিএনপি নেতা আলাউদ্দিন খান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, জেলা মৎস্যজীবী দলের সহ সভাপতি শহিদুল ইসলাম মোল্লা, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি প্রমুখ।