আমিনুল ইসলাম, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
পল্লী সংঞ্চয় ব্যাংক রামগঞ্জ শাখার জুনিয়র অফিসার মোস্তফা তারেক ইকবাল প্রকাশ রবিন পাটোয়ারীর আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে দৈনিক সমকাল,দৈনিক ইত্তেফাক,দৈনিক মানবকন্ঠ ও দৈনিক যায়যায়দিন পত্রিকার রামগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন সুমন, মোঃ জাকির হোসেন মোস্তান, সাখাওয়াত হোসেন, বেলায়েত হোসেন বাচ্চুর বিরুদ্ধে মামলা সহ গ্রেপ্তারের ঘটনায় রামগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শনিবার (২নভেম্বর) সকাল ১১.০০ ঘটিকায় ক্লাব মিলনায়তনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।প্রেসক্লাব সভাপতি মোঃ আবু তাহেরের সভাপতিত্বে এবং সহ-সভাপতি জাকির হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় সভায় গ্রেপ্তারকৃত সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি দাবি জানিয়ে বক্তব্য রাখেন, সাংবাদিক এসএম বাবর, খালেদ মাহমুদ ফারুক, মনির হোসেন বাবুল, মোঃ রহমত উল্যা পাটোয়ারী, মাসুদ রানা মনি, ইকবাল হোসেন, হালিম খান লিটন,সাখাওয়াত হোসেন সখা, এমরান হোসেন পাটোয়ারী, ওমর ফারুক পাটোয়ারী সহ অনেকে।বক্তব্যে সাংবাদিকগণ জানান, পল্লী সঞ্চয় ব্যাংক রামগঞ্জ শাখার ১কোটি ২৫লাক টাকার দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে গত ২৭ অক্টোবর দুপুরে উল্লেখিত ৪সাংবাদিক ওই ব্যাংক কার্যালয়ে গিয়ে সত্যতা যাচাইয়ের চেষ্টা করেন। এর ৩ঘন্টা পর ব্যাংকের জুনিয়র কর্মকর্তা মোস্তফা তারেক ইকবাল প্রকাশ রবিন পাটোয়ারী উপজেলাস্থ নির্মানাধীন বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন। এমন সংবাদের ভিত্তিতে ঘটনার দিন বিকেলে থানা পুলিশ ৪ সাংবাদিককে আটক করেণ।পরে ২৮ অক্টোবর নিহতের স্ত্রী শারমিন আক্তার বাদী হয়ে আটককৃতদের আসামী করে মামলা দায়েরের পর পুলিশ তাদের গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেণ। সাংবাদিকগন জানান, বিষয়টি রহস্যজনক।এ ঘটনায় সাংবাদিকদের ফাঁসানো হয়েছে বলে দাবি সাংবাদিকদের। সাংবাদিকগন ঘটনার সুষ্ঠ তদন্ত দাবির মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।