দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দেবিদ্বার উপজেলার ১২ শহীদ পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান এবং অংশীজনদের সাথে মতবিনিময় করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেবিদ্বার উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মাহমুদুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আবদুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রবিউল ইসলাম, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সমন্বয়ক রাকিবুল ইসলাম হৃদয়, আস সুন্নাহ ফাউন্ডেশনের সমন্বয়ক মাহমুদুল হাসান জোবায়ের, নাজমুল হাসান নাহিদ, মুক্তাদির যারিফ সিক্ত, জহিরুল ইসলাম প্রমুখ।আয়োজকরা জানান দেশের বিভিন্ন স্থানে নিহত এই উপজেলার ১২ টি শহীদ পরিবারকে মোট ২৪ লক্ষ টাকা এবং আহত পরিবারের মাঝে মোট ২৫ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে।এছাড়া বিকেলে একই স্থানে রাজনৈতিক দল, গণ্যমান্য ব্যাক্তি ও আন্দোলনের সমন্বয়কদের সাথে মতবিনিময় করেন হাসনাত আব্দুল্লাহ। এতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম, ইসলামী আন্দোলনের উপজেলা আমির মোঃ পারভেজ ভুইয়া, গণ অধিকার পরিষদের জাকির হোসেন প্রমূখ।