• শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৯:২৪ পূর্বাহ্ন

রাষ্ট্রের মৌলিক পরিবর্তনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার -নূরুল হক নূর

স্বাধীন ভোর ডেস্ক / ৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

জামালপুর প্রতিনিধি
গণঅধিকার পরিষদের সভাপতি, সাবেক ডাকসুর ভিপি নূরুল হক নূর বলেছেন, এই অন্তবর্তীকালীন সরকারকে শুধু একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য জনগণ ক্ষমতায় বসায়নি। রাষ্ট্রের মৌলিক পরিবর্তনের জন্য, একটি মানবিক কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, দলমত নির্বিশেষে জনগণ তাদের রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে। বুধবার বিকেলে জামালপুর জিলা স্কুল মাঠে গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আগে রাষ্ট্র সংস্কার পরে নির্বাচন। তাদের রাষ্ট্র সংস্কারের জন্য যেটুকু সময় প্রয়োজন হবে গণঅধিকার পরিষদসহ বিপ্লবে অংশগ্রহণকারী সকল দল এই সরকারকে সেই সময়টুকু দিবে।নুরুল হক নুর বলেন, বাকশালী, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আর বাংলার মাটিতে দাড়াতে দেয়া যাবে না। এরা রাষ্ট্রদ্রোহী দল, এই গণঅভ্যূত্থানে জনগণের উপরগুলি চালানোর জন্য আওয়ামী লীগ ভারত থেকে ব্ল্যাক ক্যাটসহ বাহিনী এনেছিলো। ভারতের তাবেদার ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে যারা অবস্থান নিবে তাদেরও প্রতিহত করতে হবে। সংস্কারের লক্ষে যে ৬টি কমিশন হয়েছে তা অত্যন্ত যৌক্তিক। অভিজ্ঞ ও দক্ষ রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ-আলোচনা সাপেক্ষে রাষ্ট্র সংস্কারের পথে এগিয়ে যাবে আমরা এই প্রত্যাশা করি।গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক হাসান আল মামুন, গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ