• শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৯:২৬ পূর্বাহ্ন

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়নে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তির চেক প্রদান

স্বাধীন ভোর ডেস্ক / ২২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

মোঃ ইব্রাহীম মিঞা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

বিরামপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়নে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তির চেক প্রদান করেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনিম আওন।বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর ২ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিরামপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত )”কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থবছরে (১ম,২য়,৩য় ও ৪র্থ কিস্তি )বিরামপুর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়নের জন্য উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৩৬ জন শিক্ষার্থীকে বাইসাইকেল ও ২৯১ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি চেক প্রদান করা হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা,প্রশাসনিক কর্মকর্তা আসমা বানু,সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল,যুব উন্নয়ন কর্মকর্তা এনামুলচৌধূরী,মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান। উপজেলা নির্বাহী অফিসারের প্রধান সহকারী মোখলেছার রহমান বলেন,ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়নে ৩৬টি বাইসাইকেল বিবতরন এবং ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ১৬০ জনকে ২ হাজার ৪শত টাকা, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ৮৬ জনকে ৬ হাজার টাকা এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর ৪৫ জনকে ৯ হাজার ৬ শত টাকা শিক্ষা বৃত্তির চেক বিতরন করা হয়েছে। বিরামপুর উপজেলা কাটলা ইউনিয়নের শ্রাবণী মুর্মু আজ পরিবারের সদস্যদের সাথে উপজেলা পরিষদ চত্বরে এসে বাইসাইকেল গ্রহণ করেন। শ্রাবণী মুর্মুর সাথে কথা বললে সে জানায় প্রতিদিন ২ থেকে ৩ কিলো রাস্তা পায়ে হেঁটে তাকে কাটলা উচ্চ বিদ্যালয়ে আস্তে হয়।সে কাটলা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী। সাইকেল পেয়ে সে ও তার পরিবারে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ