• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৬ অপরাহ্ন

মানিকছড়িতে সিনিয়র স্টাফ নার্স মানববন্ধন 

স্বাধীন ভোর ডেস্ক / ৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

মো. আকতার হোসেন, খাগড়াছড়ি 
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় জাতীয় কর্মসূচির অংশ হিসেবে এক দফা দাবি নিয়ে   মানিকছড়ি সিনিয়র স্টাফ নার্স মানববন্ধন করেন। নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটূক্তি করার প্রতিবাদে ও দক্ষ নার্সদের পদায়নের এক দফা দাবি নিয়ে মূলত তারা এ মানববন্ধন করেন। নার্সরা বলেন, আমরা চাকরির শুরুতে সিনিয়র স্টাফ নার্স হিসেবে জয়েন করি এবং একই পদ নিয়েই অবসরে যাই। আমাদের কোনো পদায়ন হয় না। এ ছাড়া পদে পদে আরও নানা ধরনের বৈষম্যের শিকার হই। তারা আরও বলেন, আমরা ঈদ কিংবা কোরবানির সময়ে ছুটি না কাটিয়ে মানুষকে সেবা দেই, অথচ আমাদের সঙ্গে কত বৈষম্য। তাই আমরা এক দফা দাবি নিয়ে আজকে দাঁড়িয়েছি।মানিকছড়ি হাসপাতাল সামনে মানববন্ধনের  উপস্থিত ছিলেন সিনিয়ার স্টপ নার্স সবিতা হাওলাদার, সাহিদা বেগম, রাশেদা খাতুন , কৃষ্ণা রানী দে, কল্পনা দেবী চাকমা, আমেনা খাতুন, স্মৃতি রানি রক্ষী, নাজমা আক্তার, মোরশেদা আক্তার, তারা বলেন স্বৈরাচার পতনের মাধ্যমে দেশের বিভিন্ন সেক্টরে সংস্কার হলেও  নার্সিং সেক্টর  এখনো স্বৈরাচারী কায়দায় চলছে। এখনো প্রতিমুহূর্তে নার্স হয়রানির শিকার হতে হচ্ছে। তাই জনতার সমর্থিত অন্তর্বর্তী সরকারকে বিশেষ নজর দিয়ে নার্সিং সেক্টরে দক্ষ নার্সদের পদায়ন করা আজকের মানববন্ধনে দাবী জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ