• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৩ অপরাহ্ন

দাউদকান্দিতে আলোচিত মামলায় ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

স্বাধীন ভোর ডেস্ক / ৭৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ শরিফুল ইসলাম, কুমিল্লা 

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের বীরবাগ গোয়ালী গ্রামের মনির হোসেন মিন্টু মিজি ও তাঁর স্ত্রী মোরশেদা বেগমের দায়ের করা এক মামলায় (সিজেএম ৭৭০/১৪) কুমিল্লার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১ টা ৩০ মিনিটে এই আদেশ দেন। আসামীরা হলেন কামাল তালুকদার, ইব্রাহিম সরকার, তুহিন তালুকদার, শামসুল হক তালুকদার, এবং আরমান তালুকদার।মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের এপ্রিল মাসে মনির হোসেন মিন্টু মিজি তাহার নিজ বসত বাড়ির বাউন্ডারি বেড়া দেওয়াকে কেন্দ্র করে কামাল তালুকদার, ইব্রাহিম সরকার, তুহিন তালুকদার, শামসুল হক তালুকদার এবং আরমান তালুকদার অতর্কিত ভাবে হামলা চালায়।এক পর্যায় মনির হোসেন মিন্টু মিজি দৌড়ে বাড়ির ভিতর চলে গেলে কিছুক্ষণ পর কামাল তালুকদার এবং ইব্রাহিম সরকার বসত বাড়ির ভিতরে ঢুকে ঘড়ের ভিতরে থাকা মনির হোসেন মিন্টু মিজির স্ত্রী মোরশেদা বেগমকে টেনে হেঁচড়ে বের করে নিয়ে আসে এবং তাদের হাতে থাকা রড দিয়ে পিটিয়ে সারা শরীর নীলা ফোলা যখম ও রক্তাক্ত করে।এতে মোরশেদা বেগমের হাত ও পা ভেঙে যায় মনির হোসেন মিন্টু মিজি স্ত্রীকে রক্ষা করতে গেলে তাকেও নীলা ফোলা যখম এবং রক্তাক্ত করলে স্থানিয় লোকজন তাদেরকে দাউদকান্দি (গৌরীপুর) স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি চিকিৎসার জন্য রেফার করা হয়। চিকিৎসা শেষে দাউদকান্দি থানায় উপস্থিত হয়ে এই মামলাটি দায়ের করা হলে বিভিন্ন সময়ে মামলার বাদীকে মামলা পত্যাহার করার জন্য হুমকি দিয়ে আসছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ