• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৬ পূর্বাহ্ন

কুমিল্লার লাকসাম এরিয়ার “রিক” এর বন্যা-পরবর্তী ত্রাণ বিতরণ

স্বাধীন ভোর ডেস্ক / ১৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

চৌদ্দগ্রাম  (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লা জোনের লাকসাম এরিয়ায় বাঙ্গড্ডা শাখায় ১৪ সেপ্টেম্বর (শনিবার) রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)এর লাকসাম এরিয়ার মোদাফফরগঞ্জ মনোহরগঞ্জ , নাঙ্গলকোট , লাকসাম এবং বাঙ্গড্ডা শাখায় বন্যায় ক্ষতিগ্রস্ত সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঙ্গড্ডা শাখার শাখা ব্যবস্থাপক মোঃ আসলাম হোসেন ও সহকর্মীবৃন্দ। বিগত ২৭/০৮/২০২৪ বন্যায় পানিবন্দি দুর্গম প্রত্যান্ত গ্রামে শুকনো খাবার প্রদান করা হয়েছিল। বন্যা পরবর্তী দ্বিতীয় ধাপে ১৪/০৯/২০২৪ তারিখ চৌদ্দগ্রাম ও বাঙ্গড্ডা অঞ্চলে পুনরায় আবারো মানুষের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৭কেজি চাল,১কেজি ডাল, ৩কেজি আলু, ২পেয়াজ, ১/২কেজি রসূন, ১কেজি লবণ, মরিচ১০০গ্রাম, হলুদ১০০ গ্রাম, ১টি সাবান, ১টি গ্যাস লাইট, ৬ওআরএস, ১পেকেট স্যানিটারি ন্যাপকিন, এমডিস ও নাপা টেবলেট, ফিটকারী। ( রিক)১৯৮১ সাল থেকে জাতীয় পর্যায়ে একটি অলাভ জনক প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে।রিকের কার্যক্রম শুরু হয় ত্রাণ ও পূর্ণবাসন কার্যক্রমের মাধ্যমে।মানবতার সেবায় সবস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ