• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২২ পূর্বাহ্ন

লক্ষীপুরে মৎস সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল ধ্বংস

স্বাধীন ভোর ডেস্ক / ২৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

সফিউল আলম টিপু( লক্ষ্মীপুর) রায়পুর
লক্ষ্মীপুরের ভবানিগঞ্জে খালের পানির স্রোতে প্রতিবন্ধকতা এবং মৎস সম্পদ ধংশকারী অবৈধ জাল বিনষ্ট করার অভিযান চালানো হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা মৎস অফিসের সহযোগিতায় সিনিয়র মৎস কর্মকর্তা শিমুল কুমার পাল ও তথ্য সংগ্রহকারী মো. সুজন হোসেনের উপস্থিতিতে এ কার্যক্রম পরিচালিত হয়।

উপজেলা মৎস অফিসসদর, লক্ষ্মীপুরের মৎস আইন ১৯৫০ সালের বিধি মোতাবেক এই অভিযান কার্যক্রম পরিচালনা করেন বলে জানিয়েছেন। এ ব্যাপারে সিনিয়র মৎস কর্মকর্তা শিমুল কুমার পাল জানান, আমাদের এই অভিযান নিয়মিত পরিচালনা করা হয়। এবং ভবিষ্যতে অব্যাহত থাকবে। পরবর্তীতে জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং মাছের রেণু পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ