• মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৭ পূর্বাহ্ন

৯ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ অনুষ্ঠিত

স্বাধীন ভোর ডেস্ক / ২৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

বেলাল হোসেন, ঠাকুরগাঁও
ছাত্র জনতার গণবিপ্লব সংঘটিত গণ হত্যার বিচার, দূর্নীতি বাজদের গ্রেফতার করে অবৈধ সম্পদ বাজেয়াপ্তসহ ৯ দফা দাবি বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সদর উপজেলার ভূল্লী কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূল্লী থানা আয়োজিত গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণ সমাবেশে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবি এম জাকারিয়া বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশ ও জাতির ক্রান্তিলগ্নে সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেন। দেশের করোনা ইসুতে লাশ দাফন, রোহিঙ্গা ইস্যু বন্যা কবলিত বিভিন্ন ইস্যুতের ত্রাণ তৎপরতা জুলাই আগস্ট এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে শুরু থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সকল অঙ্গ সহযোগী সংগঠন বিশেষ ভূমিকা পালন করেন। এতে আন্দোলনে ১৭ জন শাহাদাত বরণ করেন এবং প্রায় ৫ শতাধিক কর্মী আহত অবস্থায় চিকিৎসাধীন এখনো আছেন। আমরা ৯ দফা দাবিতে অনড় রয়েছি। সেটা বাস্তবায়নে আমাদের সংগ্রাম চলবে।আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আর্কষণ করছি। আশা করি তিনি আমাদের দাবি মেনে নিবেন এবং প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করবেন। এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য আমিরুজ্জামান পিয়াল, ইসলামী ছাত্র আন্দোলন এর সাধারণ সম্পাদক মুনতাছির আহমেদ, ঠাকুরগাঁও জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি হাফিজ উদ্দিন, ভূল্লী থানা শাখার সভাপতি মুহাম্মদ আবু হানিফাসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ