• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৯ পূর্বাহ্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি হলেন ড.কামরুল আহসান

স্বাধীন ভোর ডেস্ক / ২১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

আমিনুল ইসলাম, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুর রামগঞ্জের ৯নং ভোলাকোট ইউনিয়ন মধ্যপাড়া গ্রামের কৃতি সন্তান অধ্যাপক ড.কামরুল আহসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত উপাচার্য হয়েছেন। তিনি Cardiff University, UK থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। একজন কলাম লেখক এবং টকশো ব্যক্তিত্ব হিসেবেও তাঁর যথেষ্ট সুনাম রয়েছে। এছাড়াও জাবি সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটসদের নির্বাচিত একজন প্রতিনিধি। কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলায় শিক্ষার্থীবান্ধব এই অধ্যাপক আহত হয়েছিলেন।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা সহ হল প্রভোস্ট এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা তাঁর রয়েছে। বাংলাদেশ ফিলোসোফিক্যাল সোসাইটি (বিপিএস) এর মতো একটি বৃহৎ সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ড.কামরুল আহসান ভিসি নিযুক্ত হওয়ায় স্বাগত জানিয়েছে রামগঞ্জের সর্বস্তরের জনগণ। এই গুনীজনের প্রতি শ্রদ্বা,ভালোবাসা ও শুভকামনা রইলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ